জয়দীপ মৈত্র, দক্ষিণ দিনাজপুর: বংশীহারি ব্লকে সেল্ফ এমপ্লয়েড টেলর প্রকল্পে প্রশিক্ষিত তপশিলি জাতি ও আদিবাসী ৪০ জন মহিলাদের সেলাই মেশিন দেওয়া হয় পশ্চিমবঙ্গ তপশিলী জাতি, আদিবাসী ও অন্যান্য অনগ্রসর শ্রেণি উন্নয়ন ও বিত্ত নিগম এর পক্ষ থেকে।
২০১৯ সালে বংশিহারি ব্লকের তরফ এ ৪০ জন পিছিয়ে পড়া মহিলাদের সেলাই প্রশিক্ষণ দেওয়া হয়। করোনা আবহের কারণে পরবর্তী পদক্ষেপ পিছিয়ে ছিল। বৃহস্পতিবার সেলাই মেশিন দিয়ে সেল্ফ কর্মসংস্থানের ব্যবস্থা করে বংশীহারী ব্লক। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্লকের সহ-সভাপতি গণেশ প্রসাদ সহ সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকরা। বেনিফিসারী শান্তি মন্ডল জানান, আমরা ব্লকের সেলাই ট্রেনিং নিয়েছিলাম। সেলাই মেশিন না থাকার কারণে কাজ করতে পারছিলাম না। আজকে সেলাই মেশিন পেয়ে এবারে আমরা নিজে স্বয়ংসম্পূর্ণ হতে পারবো বলে আশা করছি।