সোশ্যাল বার্তা: কাঁসাই নদীর পাড়ে পিকনিকে করতে এসে শুক্রবার রেল লাইনের উপরে সেলফি তোলার সময় ট্রেনে কাটা পড়ে মৃত্যু হল দুই ব্যক্তির। আহত একজনকে আশঙ্কা জনক অবস্থায় ভর্তি করা হয় মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃতের নাম মুস্তাক আলি খান (৩৭), আবির গায়েন (৩৫)। আহত জুনমত গায়েন (৩৫)। মেদিনীপুর সদর ব্লকের রাজার বাগান এলাকার বাসিন্দা মুস্তাক এবং জুনমত। হাতিলকার বাসিন্দা আবির। মেদিনীপুর হাওড়া লোকাল মেদিনীপুর স্টেশন থেকে হাওড়া দিকে যাচ্ছিল তখন ঘটনাটি ঘটে। পিকনিক করার পর বিকেলের দিকে পুরানো রেল লাইনের উপর মাঝামাঝি চলে যায়। ট্রেনের শব্দ শুনে ছুটে পালানোর চেষ্টা করে। রেল লাইন থেকে ফিরে আসার চেষ্টা করে ফাঁকা জায়গায়। ট্রেন ব্রেক কষলেও রক্ষা করতে পারেননি। ছুটে পালানোর চেষ্টা করলেও শেষ রক্ষা হয়নি। কাঁসাই নদীর উপর ব্রীজ শেষ হওয়ার আগেই ট্রেনের ধাক্কায় আহত হয় দুজন। একজন ব্রীজ থেকে নিচে পড়ে মৃত্যু হয়। আরেকজন রেল লাইনের ধারে পড়ে যায়। আহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে পাঠায় রেল পুলিশ। খবর পেয়ে ঘটনাস্থলে আসে মেদিনীপুর স্টেশন থেকে রেল পুলিশ।
ওসি আর পি এফ ভূপেন্দ্র কুমার যাদব বলেন, মেদিনীপুর স্টেশন থেকে কাঁসাই হল্ট যাওয়ার আগে বিকেল সাড়ে চারটা নাগাদ মেদিনীপুর থেকে হাওড়া গামী লোকাল ট্রেনের ধাক্কায় দুজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে একজন। আহতকে হাসপাতালে পাঠানো হয়েছে। মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।