মলয় দে, নদীয়া :-আজ 30 শে জুন আদিবাসী সম্প্রদায়ের হুল দিবস, সকাল থেকেই আদিবাসী নৃত্যের সাথে এই দিনটি উদযাপন করলো নদীয়ার শান্তিপুরের রামনগর চর ঝুমুরিয়া গ্রামে। উল্লেখ্য ১৮৫৫ সালে ৩০শে জুন, আদিবাসী সম্প্রদায়ের সিধু, কানু, চাঁদ, এবং ভৈরব এর নেতৃত্বে সমগ্র আদিবাসী খেটে খাওয়া সাধারণ মানুষ আন্দোলন করতে গিয়ে মৃত্যু হয়েছিল। এরপর ১৮৫৭ সালে যখন ব্রিটিশ অধীন সেপাইদের মধ্যে বিদ্রোহ ছড়িয়ে পড়ে সেই সময় আদিবাসী সমাজের বিভিন্ন সম্প্রদায় যেমন, কোল, সাঁওতাল, ভীল, মুন্ডা, মাহাতো সেই আন্দোলনে জড়িয়ে পড়ে। তাদের লক্ষ্য ছিল দেশের স্বাধীনতা, সেই থেকেই এই বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম বলা হয়ে থাকে। এরপর থেকেই আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা ৩০ শে জুন দিনটিকে হুল দিবস উপলক্ষে পালন করে থাকে।
ঠিক তেমনি আজ থেকে ১৫ বছর আগে শান্তিপুর রামনগর চর ঝুমুরিয়া গ্রামের ১০০ আদিবাসী পরিবার উদযাপন করে হুল দিবস। বিশেষত এই দিনটিকে প্রতিবাদ দিবস’ হিসেবে পালন করা হয় বলে জানায় আদিবাসী সম্প্রদায়ের মানুষ। বুধবার সকাল থেকেই শান্তিপুর ঝুমুরিয়া গ্রামে সিধু, কানু, চাঁদ, ভৈরবের প্রতিচ্ছবিতে মাল্যদান করে আদিবাসী নৃত্যের সাথে ও ধামসা মাদল বাজিয়ে এই দিনটিকে উদযাপন করলেন আদিবাসী গ্রামের মানুষ। তারা জানান, অন্যান্য সম্প্রদায়ের থেকে আমরা হয়তো পিছিয়ে তবুও অল্প রোজগারের মধ্যে দিয়েও পরিবারের ছেলেমেয়েরা শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে পিছিয়ে নেই। সরকারি চাকরি ও বিভিন্ন ধরনের সুবিধা থেকে বঞ্চিত আমরা তবুও বেঁচে থাকার লড়ায়ে থেমে থাকবো না। যদিও করোনা আবহের কারণে এবছর হুল দিবস টি কোন রকম ভাবে উদযাপন করা হয়। প্রত্যেকেই মুখে মাস্ক,ও শারীরিক দূরত্ব বজায় রেখে আদিবাসী নৃত্যের সাথে দিনটিকে উদযাপন করলেন তারা।