কল্যাণীকে সবুজ বানানোর শপথে কাজ শুরু “আমরা কল্যাণী” সংস্থার

Social

মলয় দে, নদীয়া:- ক্রমশই পৃথিবীর উষ্ণায়ন বৃদ্ধি পাচ্ছে যার ফলে ঘাটতি অক্সিজেনের। প্রয়োজন অধিক পরিমাণে বৃক্ষ রোপন। বৃক্ষরোপন কর্মসূচী তে এগিয়ে এসেছেন বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা গুলো। তাদের মধ্যে অন্যতম ভূমিকা পালন করতে দেখা গেল কল্যাণীর ”আমার কল্যাণী” স্বেচ্ছাসেবী সংস্থা কে।

প্রকৃতির ভারসাম্য হারাতে বসেছে তার জলজ্যান্ত উদাহরণ স্বরূপ আমাদের সামনে বারংবার প্রমাণিত হচ্ছে। করোনা রোগীর ক্ষেত্রে আবশ্যক হয়ে পড়েছে অক্সিজেন। অনেক সময় অক্সিজেনের অভাবে একাধিক করোনা রোগীর মৃত্যু ঘটতে দেখা গেছে। তার থেকে প্রমাণিত যে প্রাকৃতিক ভাবে যে অক্সিজেন মাত্রা থাকার কথা সেই অক্সিজেনের মাত্রা কিন্তু অনেকটাই কমে গেছে। তার পিছনে একাধিক কারণ কলকারখানা থেকে যানবাহন একাধিক কারণে আজ দুষিত হচেছ পরিবেশ ভারসাম্য হারাচ্ছে প্রকৃতি। অন্যদিকে বেআইনিভাবে গাছ কাটার কারণে অনেকটাই ক্ষতির মুখে পড়েছে প্রকৃতি।প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখতে প্রয়োজন বৃক্ষরোপনের। আর এমনই মহৎ কাজ করতে দেখা গেল কল্যাণীর স্বেচ্ছাসেবী সংস্থা ”আমার কল্যাণী” সংস্থাকে। তাদের উদ্যোগে কল্যাণীর বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে বৃক্ষরোপণ করতে দেখা গেল। গবাদি পশুর হাত থেকে গাছকে রক্ষার্থে তাদের একাধিক উদ্যোগ ও লক্ষ্য করা গেল। এই সংস্থা গাছ লাগানোর ক্ষেত্রে খেলার মাঠ ইউনিভার্সিটির মাঠ বিভিন্ন জায়গাগুলোকে চিহ্নিত করে সেখানেই গাছ বা বৃক্ষ রোপণ করেন। আজ তারা ইউনিভার্সিটির ঘেরা মাঠে ও কল্যাণীর বিভিন্ন ঘেরা পার্ক গুলোতে বৃক্ষরোপণ করলেন। বিগত বছরগুলোতে তাদের একাধিক জায়গাতেই বৃক্ষরোপণ করেছিলেন এবং অনেক গাছ তারা বাঁচাতে পেরেছেন। গাছ বৃক্ষ রোপনের পর সেই গাছের প্রতি যত্ন, প্রতিনিয়ত যত্নের মাধ্যমেই আজ বড় হতে শুরু করেছে গাছগুলো। তাদের এই অভিনব উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছেন কল্যাণী বাসি ।

Leave a Reply