প্রায় দেড় মাস পর খুলছে জিম, পার্লার, আশায় বুক বাঁধছেন কর্মীরা

Social

মলয় দে, নদীয়া :- দীর্ঘ লকডাউনের পর আবারো প্রায় দেড় মাস বন্ধ ছিল জিম ,পার্লার। এই ধরনের পেশার সাথে যুক্ত অনেকেই ছিলো কর্মহীন, অন্যদিকে শহরতলীতে শারীরিক অনুশীলন বলতে বর্তমানে জিম অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবুও মানব শৃংখল ভঙ্গ করতে সরকারি নিয়ম-নীতির মান্যতা দিয়ে বন্ধ ছিলো এতদিন। অন্যদিকে বিভিন্ন আনন্দ অনুষ্ঠানে পার্লার এখন খুবই জনপ্রিয় গ্রাম হোক বা শহর। আর সেই কারণে পার্লার  খুলে যাওয়ায় খুশি মহিলারাও।

আর তারই প্রস্তুতি হিসেবে দোকান মালিক, কর্মচারীদের ভ্যাকসিন নেওয়া হয়েছে এমন অগ্রাধিকারের ভিত্তিতে, সমগ্র দোকান স্যানিটাইজার করে, ক্রেতাদের অবহিত জন্য ফোন করছেন খুশির খবর জানাতে। তবে তারা বলেন সমস্ত রকম স্বাস্থ্যবিধি মেনে চলবে জিম বা পার্লার। তবে দীর্ঘ দিন লকডাউন থাকায় খুব বেশি মানুষ আসবেন বলে তারা আশা করেন না। তবে কাজের মধ্যে আবারও ফিরতে পারায় খুশি তারা।

Leave a Reply