মলয় দে নদীয়া:- ভ্যাকসিন নেওয়া শুরু হতেই সাধারণ মানুষের কাছে করোনা অনেকটাই স্বাভাবিক রোগে পরিণত হয়েছে। সংখ্যা কমলেও, আক্রান্ত এবং মৃত্যুর খবর সম্পূর্ণ বন্ধ হয়ে যায়নি। বিভিন্ন উৎসব ভোট এবং বিভিন্ন ধরনের কর্মসংস্থানে কাজের চাপে একদিকে যেমন সরকারি স্বাস্থ্যবিধি শিথিল হয়েছে, অন্যদিকে সাবধানতা অবলম্বন অনেকটাই কমেছে সাধারণ মানুষের। তবে ওমিক্রণের কথা শুনতেই, আবারো নড়েচড়ে বসেছে সরকার। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী এ বিষয়ে প্রতিটি রাজ্যকে বিশেষ সর্তকতা নিতে বলা হয়েছে। অন্যদিকে সাধারণ মানুষেরও অনেকটাই ঝোঁক বেড়েছে করোনার প্রতিষেধক টিকা নেওয়ার জন্য, এমনটাই জানালেন নদীয়ার শান্তিপুর বাবলা পঞ্চায়েতে কাকভোর থেকে সুদীর্ঘ লাইনে দ্বিতীয় ডোজ নিতে প্রতীক্ষায় দাঁড়ানো সাধারণ মানুষ।
তারা বলেন ৪৮ দিন সবেমাত্র পার হয়েছে তবুও, একদিন ঢিলেমি করতে চান না তারা, তাই ভিড় হলেও ভ্যাকসিন নিয়েই ফিরবেন বাড়িতে। অন্যদিকে স্বাস্থ্যকর্মীরাও স্বীকার করলেন, নিয়মিত টিকা প্রদানের কর্মসূচি চালু থাকলেও মাঝে কিছুটা কম আগ্রহ লক্ষ্য করা যাচ্ছিলো, তবে অমিক্রণ এর কথা শুনতেই ভিড় বাড়ছে ক্রমশ, যদিও 100% ভ্যাকসিনেশনের শেষ পর্যায়ের কাজ চলছে।
বিশ্বজুড়ে বর্তমানে নয়া ত্রাসের নাম ওমিক্রণ। যা রোখা যাচ্ছে না করোনা টিকার বুস্টার ডোজ দিয়েও। আমেরিকা, ব্রিটেনের পর ফের মারাত্মক পরিস্থিতি ফ্রান্সে একদিনে মারণ প্রথমবার ফ্রান্সে দৈনিক আক্রান্তের সংখ্যাটা ১ লক্ষের গণ্ডি পেরিয়েছে। মারন ক্ষমতা কম হলেও করোনার থেকেও অতি দ্রুত সংক্রমিত এই ওমিক্রণ ভারতবর্ষের ১৮ টির বেশি রাজ্যে প্রবেশ করেছে যার মধ্যে পশ্চিমবঙ্গের নদীয়া মুর্শিদাবাদের একজন করে সন্দেহপ্রবণ ভাবে চিকিৎসা চলছে।