সোশ্যাল বার্তা: সারা দেশ জুড়ে চলছে করানো সংক্রমণ সরকারের পাশাপাশি এগিয়ে আসছে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনও । উত্তর চব্বিশ পরগনার অশোকনগর রোড স্টেশনে বৈশাখী কমিটির মাধ্যমে মানবিক কর্মকাণ্ড ফুটে উঠল। সেখানে সাধারণ ছিন্নমূলে থাকা মানুষদের মধ্যাহ্নভোজ করানো হল।
করোনা ভাইরাসের কারণে অবরুদ্ধ সাধারণ মানুষের জীবন।তবে এই মানবিক কর্মকান্ড করলেন মুম্বাই আই আই টি এর গবেষণার সাথে যুক্ত সায়ন্তন বিশ্বাস এবং তার মাতা শমিতা বিশ্বাস মহাশয়া। তারা ইতিমধ্যে বৃহওর অশোকনগর এলাকার মানুষদের স্বাস্থ্য বিষয়ে নজর দিতে দুটো অক্সিজেন কনসেনট্রেটর দিয়েছে। বৈশাখী উৎসব কমিটি একটি বহুবছরের পুরানো স্বেচ্ছাসেবী সংস্থা, সারা বছর ধরে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকান্ড করে থাকে। তাদের মাধ্যমেই তাদের নিকটাত্মীয় অঞ্জলী বিশ্বাস এর মৃত্যু বার্ষিকীতে শ্রদ্ধা জানাতে, সমাজের কথা চিন্তা করে এই মানবিক কর্মকান্ড বেছে নিলেন তাদের পরিবার।
তাদের এই কর্মকাণ্ডে খুশি এলাকাবাসীও ।