কৃষ্ণনগরে পরিবেশ বন্ধু স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে রক্তদান শিবির

Social

মলয় দে, নদীয়া :- ব্লাড ব্যাঙ্ক গুলিতে রক্তাল্পতা দূর করার মন্ত্র কে সামনে রেখে মঙ্গলবার নদীয়ার কৃষ্ণনগরের পরিবেশ বন্ধু নামক একটি সামাজিক সংগঠনের উদ্যোগে কৃষ্ণনগর শহরের ব্যস্ততম বউবাজার এলাকায় গ্রেট কটেজ ভবনে এক মহৎ রক্তদান শিবিরেরর আয়োজন করা হয়।

এদিনের রক্তদান শিবিরে প্রায় ৭০জন রক্তদাতা রক্তদান করেন। এ বিষয়ে উদ্যোক্তারা জানান, কবিগুরু নজরুল ইসলামের স্মরণে আজকের এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়। স্বভাবতই করোনা মহামারীর কারণে জেলার বিভিন্ন ব্লাড ব্যাঙ্ক গুলিতে রক্তের সংকট দেখা দিয়েছে যার কারণে হয়রানির শিকার হতে হচ্ছে অনেককেই। সেই সকল মানুষের কথা মাথায় রেখেই আমাদের এই রক্তদান শিবির। উপস্থিত ছিলেন একাধিক সাংস্কৃতিক জগতের গণ্যমান্য ব্যক্তি।

Leave a Reply