শান্তিপুর-শিয়ালদহ লাইনে বাড়লো বেশকিছু স্টাফ স্পেশাল ট্রেন 

Social

মলয় দে, নদীয়া : আজ থেকে বাড়লো বেশকিছু শান্তিপুর শিয়ালদহ শাখায় স্টাফ স্পেশাল ট্রেনের চলাচল । সূত্রের খবর সর্বমোট 10 জোড়া ট্রেন চলবে । এক নজরে দেখে নেওয়া যাক ট্রেনের টাইম টেবিল ।

শান্তিপুর থেকে শিয়াল দহ যাবার প্রথম ট্রেন ছাড়ার সময় ভোর 3 টে বেজে 22 মিনিট । শান্তিপুর থেকে শিয়ালদহ যাবার দ্বিতীয় ট্রেন ছাড়ছে সকাল 5 টা বেজে 52 মিনিটে । শান্তিপুর থেকে শিয়ালদহ যাবার তৃতীয় ট্রেনের সময় হলো সকাল 7 টা বেজে 28 মিনিট । শান্তিপুর থেকে শিয়াল দহ পৌঁছাবার চতুর্থ ট্রেন এর সময় হলো সকাল 8 টা বেজে 35 মিনিট । পঞ্চম ট্রেনের সময় হলো সকাল 11 টা বেজে 30 মিনিট , শান্তিপুর থেকে শিয়াল দহ পৌঁছাবার । শান্তিপুর থেকে ট্রেন ধরে শিয়াল দহ পৌঁছাবার ষষ্ঠ তম ট্রেন টি ছাড়বে দুপুর 1 টা বেজে 12 মিনিটে । এর পরবর্তী শান্তিপুর সেয়াল দহ যাবার সপ্তম ট্রেনের সময় হলো দুপুর 3 টে বেজে 40 মিনিট । এরপর শান্তিপুর থেকে শিয়াল দহ যাবার অষ্টম ট্রেন এর সময় সন্ধ্যা 7 টা 52 মিনিট । পরবর্তী তে রাত 9 টা বেজে 30 মিনিটে থাকছে শান্তিপুর থেকে শিয়াল দহ পৌঁছাবার শেষ তম ট্রেন ।

অন্যদিকে শিয়ালদহ থেকে শান্তিপুরে ফেরার প্রথম ট্রেন হলো ভোর 4 টে বেজে 35 মিনিট , এরপর শিয়াল দহ থেকে শান্তিপুরে ফেরার দ্বিতীয় ট্রেন এর সময় সকাল 8 টা বেজে 50 মিনিট । শিয়াল দহ থেকে শান্তিপুরে ফেরার তৃতীয় ট্রেনের সময় হলো সকাল 10 টা 32 মিনিট । শিয়াল দহ থেকে শান্তিপুরে আসার চতুর্থ ট্রেন এর সময় ধার্য করা হয়েচে দুপুর 1 টা । এরপর শিয়াল দহ থেকে শান্তিপুরে আসার পঞ্চম ট্রেনের সময় দুপুর 3 টে বেজে 45 মিনিট । শিয়াল দহ থেকে শান্তিপুরে আসার ষষ্ঠ তম বিকেল 5 টা বেজে 52 মিনিট । পরবর্তী শিয়াল দহ থেকে শান্তিপুরে পৌঁছাবার সপ্তম ট্রেন সন্ধ্যা 6 টা বেজে 50 মিনিট । শিয়াল দহ থেকে থেকে শান্তিপুর আসার অষ্টম ট্রেন এর সময় রাত্রি 8 টা বেজে 45 মিনিটে । এরপর শিয়াল দহ থেকে শান্তিপুরে আসার শেষ ট্রেন এর সময় ধার্য করা হয়েছে রাত্রি 9 টা বেজে 50 মিনিটে ।

Leave a Reply