নদীয়ায় উদ্ধার সাপের বিষ ! চোরাচালানের অভিযোগে আটক ৫ অভিযুক্ত

Social

মলয় দে নদীয়া:- আনুমানিক পাঁচ থেকে ছয় কোটি টাকার কিং কোবরা সাপের বিষ উদ্ধার করল আর্মি ইন্টেলিজেন্স ও বীজপুর থানা। গোপন সূত্রে খবর পেয়ে আর্মি ইন্টেলিজেন্স ও বীজপুর থানার তৎপরতায় উদ্ধার হল বিষধর কিং কোবরা সাপের বিষ ! চাঞ্চল্যকর বেআইনি এই ঘটনায় পাঁচজন অভিযুক্তকে আটক করে বীজপুর থানার পুলিশ।

সরকারি গোয়েন্দা আধিকারিকরা জানান গোপন সূত্রে খবর পেয়ে তিনদিন ধরে তাঁরা খদ্দের সেজে  চক্রের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে চলেন। গতকাল জাগুলির মোড় থেকে গাড়িটির পিছু নেয় মিলিটারি ইন্টেলিজেন্স ও বীজপুর থানার পুলিশ। কাঁচরাপাড়া কাঁপা মোড় আসতেই আটক করা হয় অভিযুক্তদের। গাড়ির পিছনের দিকে কাঁচের জারে রাখা ছিল বিষ। ধৃতরা নদীয়া ও হুগলির বাসিন্দা। ইতিমধ্যে তদন্ত শুরু করেছে বীজপুর থানার পুলিশ। আটক করা হয়েছে একটি XUV500 গাড়ি।

Leave a Reply