দেশবন্ধুর প্রয়াণ দিবস ! কল্যাণীর চিত্তরঞ্জন পার্কে তাঁর মূর্তিতে পড়লো না মালা! পথচলতি যুবক এলাকার খুদেদের নিয়ে রক্ষা করলেন সম্মান

Social

মলয় দে নদীয়া:-  ১৯২৫ সালের আজ অর্থাৎ ১৬ ই জুন অবিভক্ত বাংলার রাজনৈতিক ব্যক্তিত্ব, আইনজীবী, স্বাধীনতা সংগ্রামী কবি ও লেখক দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের প্রয়াণ ঘটে।

দেশবন্ধু সম্পর্কে জানেন না এমন নেই কেউ! বিশেষত সরকারি প্রতিষ্ঠান তো নয়ই কারণ বর্তমান সরকার বিভিন্ন মুনি ঋষিদের জন্ম এবং মৃত্যু দিন পালনের নির্দেশ দিয়ে থাকেন।
কিন্তু সারাদিন অতিক্রান্ত হলেও, কল্যাণীর সুপরিচিত চিত্তরঞ্জন পার্কে অবস্থিত সুবিশাল চিত্তরঞ্জন দাশের মূর্তিতে পড়লো না মালা!

পথচলতি কৃষ্ণা মাহাতো ‘র হৃদয় বিদীর্ণ হয়েছে । তড়িঘড়ি সন্ধ্যে নামার আগে, এলাকার খেলতে আসা কিছু খুঁদেদের নিয়ে সম্মান জ্ঞাপন করলেন। অভিমানী কৃষ্ণা বাবু জানান, এটা শুধু কল্যাণী বা বাংলার ক্ষেত্রে নয় সারা ভারতবর্ষের মানুষের কাছে বেদনাদায়ক।

আমরা কথা বলেছিলাম ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সোমনাথ বেয়ারার সাথে, তিনি আক্ষেপের সুরে বলেন “আমার শরীর খারাপ, তবে মূর্তি প্রতিষ্ঠার সময় যে আড়ম্বড়তা থাকে তা ক্রমশ ফিকে হতে দেখা যায়! এ লজ্জা আমাদের সকলের”।

Leave a Reply