নদীয়ায় অমানবিক কাজ ! পুকুরের বিষ ঢেলে মাছ মেরে ফেলার অভিযোগ

Social

অঞ্জন শুকুল, নদীয়া: করোনা সংক্রমণের জেরে অধিকাংশ মানুষের জনজীবন বিপর্যস্ত । এরই মাঝে ঘটল বিপত্তি । পুকুরের বিষ ঢেলে মাছ মেরে ফেলার অভিযোগ উঠল।

ঘটনাটি নদীয়ার কৃষ্ণগঞ্জের মাজদিয়ার আদিত্য পুরের । জানা যায় দোবিলে হরিপদ সরকার চারবিঘা জমিতে পুকুর খনন করেন । সেই পুকুরে মুলত ডিম ফুটিয়ে তিনি মাছের চারা করেন। বৃহস্পতিবার সকাল ৫টা নাগাদ হরিপদ বাবু পুকুরে গিয়ে দেখেন মাছের ছানা জলে ভাসছে । জল থেকে দুর্গন্ধ বেরোচ্ছে । সাথে সাথেই মৎস্যজীবীদের ডেকে পাঠান হরিবাবু। মৎস্যজীবীরা জানান পুকুরে বিষ প্রয়োগ করা হয়েছে। জাল টেনে প্রায় দুই কুইন্টাল মরা মাছ তোলা হয়। এরপর হরিপদ বাবু কৃষ্ণগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেন । অভিযোগের ভিত্তিতে তদন্তে আসে কৃষ্ণগঞ্জ থানার পুলিশ ।

হরিপদ বাবুর অভিযোগ দুষ্কৃতীরা রাতের অন্ধকারে বিষ প্রয়োগ করে প্রায় ১০ লক্ষ টাকার মাছের ছানা নষ্ট করে দিয়েছে । পুলিশ তদন্ত করে দোষীদের গ্রেফতার করুক এটাই দাবি হরিপদ বাবুর । পাশাপাশি সরকারি ভাবে ক্ষতিপুরনের দাবী করেন ।

Leave a Reply