মলয় দে,নদীয়া : সারা দেশ জুড়ে চলছে করানো সংক্রমণ করোনা সংক্রমণ রুখতে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে চলেছে। সরকারের পাশাপাশি এগিয়ে এসেছে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনও।
গত বছরে করোনায় আক্রমণ হলে তার বাড়ি অনেক ক্ষেত্রেই স্যানিটাইজেশান এর ব্যবস্থা করেছিল প্রশাসন কিন্তু এবারে সংক্রমণ এত পরিমাণে বেড়েছে যে সমস্ত আক্রান্ত পরিবারের বাড়িগুলিতে তা করা সম্ভব হচ্ছে না । এবার এই কাজে এগিয়ে এলো স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা ।
নদীয়া জেলার কৃষ্ণনগরের স্বেচ্ছাসেবী সংগঠন কৃষ্ণনগর ঐকতানের উদ্যোগে মঙ্গলবার শহরের নগেন্দ্রনগর ফোরথ লেন এর একটি করোনা আক্রান্ত ব্যক্তির বাড়ির স্যানিটাইজেশন করল এই সংগঠনের সদস্যরা। উপস্থিত ছিলেন সৌগত দাস, জীবানন্দ বিশ্বাস রাজেশ সরকার সহ সংস্থার সদস্যরা ।
সংস্থার সভাপতি অরিন্দম দেব জানান ” গত বছরেও আমরা পনেরোটির উপর কমিউনিটি কিচেন ও বিভিন্ন এলাকা স্যানিটাইজেশন এর কাজ করেছিলাম।সাধারণ মানুষের সহযোগীতায় এবছরেও তা চলছে । এই পরিবারের পক্ষ থেকে আমাদের কাছে বাড়িটি স্যানিটাইজেশন করার জন্য আবেদন করেছিলেন, আমরা তাই করে দিলাম। ভয় পাওয়ার কিছু নেই সবাইকে সাবধানে থাকতে হবে” ।
বাড়ির লোক জানান সংগঠনটি যে কাজ করেছে তাতে তারা খুশি। সাধারণ মানুষের জন্য এভাবেই সহযোগীতা করে যাক ওনারা।