দেবু সিংহ,মালদা : যশ আতঙ্কে জমির ধান কেটে নিল চাষিরা। একদিকে যেমন করোনার ভয়, অন্যদিকে সাধারণ মধ্যবিত্ত সমাজের আর্থিক দুরবস্থা। সব মিলিয়ে নাভিশ্বাস হয়ে উঠছে সাধারণ মানুষের জীবন। তারই মাঝে চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড় যশ। গতবার আমফানের ক্ষতিই সম্পূর্ণভাবে পূরণ হয়নি। তার মধ্যেই আবার যশের ভ্রুকুটি। রাজ্য জুড়ে আগাম সর্তকতা নিয়েছে প্রশাসন। দুশ্চিন্তায় রয়েছে সাধারণ মানুষ। এরই মাঝে মাথায় হাত মালদা জেলার ধান চাষীদের।
ঘূর্ণিঝড়ের আভাস পেয়ে আতঙ্কিত ধান চাষীরা। তাই মাঠে যতটুকু ধান রয়েছে তা আগাম তারা ঘরে তুলে নিচ্ছে।হয়তো সম্পূর্ণভাবে ধানের ফলনও হয়নি কিন্তু যদি ঘূর্ণিঝড়ে সব শেষ হয়ে যায় তাই আগাম সতর্ক ধান চাষিরা। লোকসান হলেও ঘরে তুলে নিচ্ছে ফসল। রাজ্যের সর্বত্রই আগাম ধান কাটার চিত্র দেখা যাচ্ছে।
মঙ্গলবার সকালে মালদা জেলার ইংলিশ বাজার ব্লকের যদুপুর ২ নং গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকায় দেখা যায় জমি থেকে ধান কেটে নিচ্ছেন ধান চাষীরা।