কৃষ্ণনগরে বসন্ত উৎসবে মাতলো ছাত্র-ছাত্রীরা

Social

রমিত সরকার,কৃষ্ণনগর: নদীয়ার কৃষ্ণনগরের কায়েস্থপাড়ায় রাহুল কুন্ডুর উদ্যোগে রবিবার আয়জিত হয় এক ক্ষুদ্র বসন্ত উৎসব ।

তার ছাত্র-ছাত্রী ও পাড়ার কিছু ক্ষুদে দের নিয়েই এক সুন্দর বসন্ত উৎসব পরিবেশিত হয় ।

 

এই উৎসব এই বছর নিয়ে তৃতীয় বছর ।
রাহুল কুন্ডু জানান এই অনুষ্ঠানের জন্য পাড়ার ক্ষুদেরা ও ছাত্র ছাত্রীরা সারাবছর অপেক্ষায় থাকে । তবে এই বছর করোনা জনিত কারনে অনুষ্ঠানটি একটু ছোটোর উপরে করা হয় ।
রবীন্দ্রনাথ ঠাকুর কিছু গান, কবিতা ও আবিরে বসন্ত উৎসবে মেতে ওঠে তারা।

Leave a Reply