ক্যান্সার আক্রান্ত ১০ বছরের শিশু আলামিন এর পরিবারের পাশে স্বেচ্ছাসেবী সংস্থা  

Social

অতনু ঘোষ, মেমারিঃ ক্যান্সার এমনই একটি রোগ – যা যে কোন পরিবারের উপর ভয়াবহ দুর্যোগ ডেকে আনে। অর্থের জন্য সংগ্রাম করতে হয় তার পরিবারকে। কিন্তু শুধু আর্থিক বিষয় নয় – একজন ক্যান্সার আক্রান্ত রোগীর দীর্ঘ দিনের সেবা, ডাক্তারের কাছে ছুটোছুটি – করতে করতে অনেক পরিবারেই সকল প্রচেষ্টাতে ছেদ পড়ে।

একজন ক্যান্সার আক্রান্ত রোগীর জন্য প্রতিটি ঘণ্টা, প্রতিটি মুহূর্তই গুরুত্বপূর্ণ। তার ভবিষ্যৎ, তার পরিবারের জন্যও। কারণ প্রতিটি মুহূর্তই হতে পারে তার জীবনের শেষ মুহূর্ত। এমনই এক ক্যান্সার আক্রান্তের পরিবারকে সাহায্য করতে এগিয়ে এলো এদিন পূর্ব বর্ধমান জেলার মেমারি স্বপ্ন ফাউন্ডেশন নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থা।

বর্তমানে এই করোনাকালে মেমারি ১নম্বর ব্লকের কিস্কিন্দা গ্রামের আলাউদ্দিন মন্ডলের ১০ বছরের শিশু আলামিন মন্ডল বর্তমানে ক্যান্সার আক্রান্ত। বর্তমানে কলকাতায় চিকিৎসাধীন। নুন আনতে পান্তা ফুরায় অবস্থা আলাউদ্দিন মন্ডল এর। তার ওপর বর্তমানে লকডাউন এর জেরে আরো নাজেহাল অবস্থা। ছেলের চিকিৎসার খরচ যোগানো দুস্কর হয়ে উঠেছে। এমত অবস্থায় আলাউদ্দিন মন্ডল এর পরিবারের হাতে চিকিৎসার জন্য নগদ ১০ হাজার টাকা স্বপ্ন ফাউণ্ডেশনের পক্ষ থেকে তুলে দেন স্বপ্ন ফাউন্ডেশন এর সদস্যরা। এই করোনা অতিমারির সময়ে মানুষ মানুষের বাড়িতে যায় না। এমত অবস্থায় বাড়িতে গিয়ে ক্যান্সার আক্রান্ত রোগীর পরিবারের পাশে দাঁড়িয়ে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়াটা এক অমূল্য মানবিকতার দৃষ্টান্ত বলে মনে হয়।

স্বপ্ন ফাউন্ডেশন এর পক্ষ থেকে সাহায্য ও ভবিষ্যতে অন্যান্য সাহায্যের আশ্বাস পেয়ে কিছুটা হলেও আশার আলো দেখতে পাচ্ছেন ক্যান্সার আক্রান্ত পরিবার টি। ক্যান্সারাক্রান্ত পরিবারটির পক্ষ থেকে আবেদনে “যদি কোন সহৃদয় ব্যক্তি বা কোন স্বেচ্ছাসেবী সংগঠন তাদের সাহায্যের হাত বাড়িয়ে দেন তাহলে হয়তো আগামী দিনে আলামিন আরো পাঁচটা সুস্থ শিশুর মত শৈশব জীবন কাটাতে পারবে।

স্বপ্ন ফাউন্ডেশন এর সদস্যরা জানান আগামী দিনে আরও বেশি করে দুস্থ অসহায় মানুষের পাশে দাঁড়াব এই আশা রাখি এবং আলামিন মন্ডল এর দ্রুত আরোগ্য কামনা করেন।

Leave a Reply