নিউজ সোশ্যাল বার্তা,২৯শে নভেম্বর ২০১৯, মলয় দে নদীয়া:- প্রাগৈতিহাসিক যুগে ভাষার সৃষ্টির আগে আদিম মানুষ নিজেদের মধ্যে মনের ভাব প্রকাশ করতেন দৈহিক বিভিন্ন আকার ভঙ্গিমাতে। তাই ভারতের বিভিন্ন কলার মধ্যে এ বিষয়টিকে যথেষ্ট গুরুত্বের সাথে এখনো পরিবেশন করা হয়।
আজ ২৯ শে নভেম্বর শান্তিপুর পূর্ণিমা মিলনীর আয়োজনে শান্তিপুর পাবলিক লাইব্রেরী হল ও ময়দানে ৩ দিনব্যাপী শুরু হলো ‘আন্তর্জাতিক মূকাভিনয় উৎসব’।
পড়শী দেশ – বাংলাদেশ, আসাম সহ রাজ্যের গুণী শিল্পীদের পরিবেশনায় উপস্থাপিত হতে চলেছে পাপেট ,কথা বলা পুতুল , ম্যাজিক ,মূকাভিনয় সহ বেশ কিছু প্রাচীন ভারতীয় সংস্কৃতি। আয়োজক সংস্থার পক্ষ থেকে রুপায়ন চৌধুরী জানান “একদিকে,প্রায় হারিয়ে যাওয়া ভারতীয় কৃষ্টি সংস্কৃতি আধুনিক প্রজন্মের সামনে উপস্থাপিত করে তাদের আগ্রহ সৃষ্টি করা, অন্যদিকে শিল্পীদের জীবিকা উপার্জনের সহায়তা করার উদ্দেশ্যেই এই আয়োজন।”
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ডঃ তরুণ প্রধান (রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়)। অনুষ্ঠানের শুরুতেই সকাল দশটা থেকে একটি কর্মশালার আয়োজন করা হয়েছে, আগ্রহী শিল্পীদের জন্য।
Facebook: News Social Barta 24x
WhatsApp : 9434158779