কৃষ্ণনগরে তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে ভাম্র্যমান রক্তদান শিবির

Social

প্রীতম ভট্টাচার্য ,নদীয়া: এই অতিমারীর সময়ে রক্ত দিয়ে মানুষের পাশে থাকার আশ্বাস তৃণমূল যুব ককংগ্রেসের।একদিকে করোনা মহামারির দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত গোটা রাজ্য ,সেইসাথে ইয়াস ঝড়ে ক্ষতিগ্রস্ত বিস্তৃর্ণ এলাকা। এই পরিস্থিতিতে নদীয়া জেলা তৃণমূল যুব কংগ্রেসের নেতৃত্বে কুণাল চৌধুরী, কৌশিক মজুমদার , চন্দ্রানী বিশ্বাস সহ তৃণমূল যুব কংগ্রেস কর্মী সমর্থকরা আয়োজন করলেন “স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি” ।

নদীয়া জেলার কৃষ্ণনগর শহরের প্রাণকেন্দ্র পোষ্ট অফিস মোড়ে ব্ল্যাড ব্যাঙ্কের মোবাইল ভ্যান এসে রক্তদাতাদের দান করা রক্ত সংগ্রহ করে। সেইসাথে রক্তদাতাদের হাতে তৃণমূল যুব কংগ্রেস কর্মীরা তুলে দেন “অক্সিজেন প্রদানকারী Spathiphyllum plant” । এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন নদিয়া জেলা পরিষদের সহ সভাধিপতি দীপক বসু, রাজ্য তৃণমূল যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক ও বেলডাঙ্গার বিধায়ক হাসানুজ্জামান শেখ, নদীয়া জেলা তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি অসীম সাহা, নদীয়া জেলা তৃণমূল যুব কংগ্রেসের অন্যতম নেতৃত্ব শুভঙ্কর মুখার্জী (পিটার) সাহা সহ আরও অনেকে।

অন্যদিকে এই কর্মসূচির অন্যতম উদ্যোক্তা কুণাল চৌধুরী বলেন- এই করোনা ও ইয়াস ঝড় কবলিত বাংলার মানুষের সেবায় নদীয়া জেলার তৃণমূল যুব কংগ্রেসের কর্মী সমর্থকরা সর্বভারতীয় তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি ও সাংসদ অভিষেক ব্যানার্জী র নির্দেশে আজকের এই আয়োজন করে।আগামী দিনে আরও কর্মসূচী আমরা করবো ও মানুষের পাশে থাকবো।

Leave a Reply