এভারেস্ট জয়ী বসন্ত সিংহ রায়ের নেতৃত্বে গোরিচেন পর্বত শৃঙ্গ জয়

Social

সোশাল বার্তা:দীপ রায়, কৃষ্ণনগর: অরুণাচল প্রদেশের গোরিচেন পর্বত শৃঙ্গ জয় করলো নদিয়ার কৃষ্ণনগরের ম্যাক । এই পর্বতের উচ্চতা ৬৪৮৮ মিটার।এভারেস্ট জয়ী বসন্ত সিংহ রায়ের নেতৃত্বে নদীয়ার কৃষ্ণনগরের মাউন্টেনারিং অ্যাসোসিয়েশন কৃষ্ণনগর (MAK) এর ৯ জন সদস্য রওনা দেন গোরিচেন পর্বতের শিখর জয়ের উদ্দেশ্যে।
দলের ৯ জনের মধ্যে বসন্ত সিংহ রায় সহ ৫ জন ২১শে অক্টোবর সকাল ৬.২৫ মিনিট থেকে ৭ টার মধ্যে সামিট করেন।

এই পাঁচজনের দলের ৩জন ছিলেন শিক্ষক-শিক্ষিকা। রুম্পা দাস, রানাঘাটের কুপার্স কলোনি বিদ্যালয়ের ইংরেজি বিষয়ের শিক্ষিকা।

প্রশান্ত সিংহ, ভূগোল বিষয়ের শিক্ষক,নদিয়ার বামুন পুকুর হাই স্কুল (উঃমা), কৃষ্ণনগর শহরের ১৪ নং ওয়ার্ডের নুড়িপাড়ার বাসিন্দা এবং উত্তর ২৪ পরগনার সুব্রত ঘোষ, কাপাস হাটি মিলন বীথি হাইস্কুল এর ইংরেজি বিষয়ের শিক্ষক।

অরুণাচল প্রদেশের এই পর্বত শৃঙ্গ জয় করার জন্য এর আগেও একবার গেছিলেন কৃষ্ণনগরে ম্যাকের সদস্যরা কিন্তু সেবারে পথ হারিয়ে ফিরে আসতে হয়।

এই পর্বত জয় করতে গিয়ে প্রতি পদে রয়েছে ঝুঁকি। জানা যায়, ১০ ই অক্টোবর মাগো গ্রামে পৌঁছয় দলটি সেখানে দুই দিন বিশ্রাম নিয়ে ১২ তারিখে জিথাং ও মেরাথাং ট্রানজিট ক্যাম্প করে ১৪ তারিখ বেস্ট ক্যাম্পে পৌঁছায়। ১৯ তারিখে এক নম্বর ক্যাম্পে পৌঁছায় এবং ২০ তারিখ রাতে বের হয়ে ২১ তারিখ ভোরে সামিট করে।

উল্লেখ্য ৩ মাস ১০ দিনের ব্যবধানে দুটো শীর্ষ আরোহনের (রামজ্যাক Ram Jack ও Gorichen)  নজির গড়ল কৃষ্ণনগর ম্যাকের সদস্যরা। প্রথম ভারতীয় সিভিলিয়ান (অসামরিক) দল হিসেবে মাউন্ট গোরিচেন শীর্ষ আরোহণ করলো কৃষ্ণনগর ম্যাকের সদস্যরা । এবারে শিখর ছুঁয়ে তারা খুবই আনন্দিত।

দলনেতা বসন্ত সিংহ রায় জানান, “কাজটি খুব দুরহ ছিল। গতবারের আমরা ব্যর্থ হলেও এবারে সফলতা পেয়েছি। ক্লাব সদস্যদের অবদান অনস্বীকার্য। ক্লাব সদস্যরাই চলার মূল শক্তি। ব্যক্তিগতভাবে অনেকেই পর্বতারোহন করতে এগিয়ে আসছেন। দলগতভাবে বা ক্লাব ভিত্তিক ভাবে সামিট হলে এর জনপ্রিয়তা আরও বৃদ্ধি পাবে”।

Leave a Reply