নিউজ সোশ্যাল বার্তা , ২৮ শে নভেম্বর ২০১৯ : পরিচয় পত্র হিসাবে ভোটার কার্ড ব্যবহার হলেও বর্তমানে আধার কার্ডও সচিত্র পরিচয় পত্র হিসেবে অনেক জায়গাতেই ব্যবহার করা হচ্ছে । কেন্দ্রীয় সরকার ব্যাঙ্ক একাউন্ট, মোবাইল ফোন নম্বর, ভোটার কার্ড সহ প্রায় সমস্ত কিছুর সাথেই আধার কার্ডের লিংক করানো আবশ্যক বলে ঘোষণা করেছে।
কর্মসুত্রে বাইরে থাকা ব্যক্তিদের ব্যাঙ্ক ও অন্যান্য কাজের ক্ষেত্রে কেওয়াইসি জমা দিতে গেলেও অনেক সমস্যায় পড়তে হয়।
এবার এল নতুন আধার অ্যাপ। নতুন এই আধার অ্যাপে আধার সংক্রান্ত সব পরিষেবাই পাওয়া যাবে স্মার্টফোনের মাধ্যমে ।
আধারে যে সমস্ত তথ্য গুলি থাকে যেমন – নাম,পিতার নাম, জন্ম তারিখ, লিঙ্গ, ঠিকানা, ছবি ও মোবাইল নম্বর পাওয়া যাবে ওই অ্যাপের মাধ্যমে । গুগল প্লে স্টোর থেকে থেকে ডাউনলোড করা যাবে এই অ্যাপ। তবে মোবাইল নম্বর লাগবে অ্যাপটি রেজিস্টার করার জন্য । পুরনো অ্যাপ ডিলিট করে নতুন করে ইনস্টল করতে হবে NewmAadhaar অ্যাপ।
এই প্রসঙ্গে টুইট বার্তা :-
You can download your Aadhaar anytime anywhere from your #mAadhaar app. The OTP for download is sent to the mobile number registered in the selected Aadhaar.
For more services, download the #NewmAadhaarApp from: https://t.co/62MEOeR7Ff (Android) https://t.co/GkwPFzuxPQ (iOS) pic.twitter.com/yXskkNysH7— Aadhaar (@UIDAI) November 28, 2019
কী কী সুবিধা পাবেন এই অ্যাপে?
১) এই অ্যাপ এর মধ্যে সমস্ত তথ্য পাওয়া যাবে যেগুলি আধার কার্ড করার সময় সংযুক্ত ছিল ।
২) এই অ্যাপের মাধ্যমে আপনার যখন ইচ্ছা আপনার বায়োমেট্রিক ‘লক’ বা ‘আনলক’ করতে পারবেন।
৩) যদি আপনার মোবাইলে আধার ওটিপি না গিয়ে থাকে, তাহলে Time-based OTP বা TOTP পেতে পারেন, যা ৩০ সেকেন্ড পর্যন্ত বৈধ থাকবে।
৪) আপনার আধার ডিটেলস QR code-এর মাধ্যমে কারও সঙ্গে শেয়ার করতে পারবেন।
৫) আপনি মেসেজ বা ইমেলের মাধ্যমে সরাসরি eKYC পাঠাতে পারবেন।
নতুন এই অ্যাপের মাধ্যমে সাধারণ মানুষ কিছুটা হলেও উপকৃত হবেন ।