কৃষ্ণনগর সদর ট্রাফিকের উদ্যোগে চলছে নাকা চেকিং

Social

মলয় দে নদীয়া:- দেশজুড়ে চলছে আংশিক লকডাউন। করোনার তীব্রতা এখনো পর্যন্ত চোখে পড়ার মতো কমেনি। সেই কারণেই মানব শৃংখল ভাঙতে সকলের মূল্যবান সময় উপার্জন ত্যাগ করে সরকারের সহায়তা করছেন। কিন্তু কিছু কুচক্রীরা এরই মধ্যে, ঘটাতে পারেন বিভিন্ন অসামাজিক কাজ, অনেকে আবার শুধুমাত্র বিনা কারণে ঘোরাফেরা।

তাই সদর ট্রাফিক এর উদ্যোগে কৃষ্ণনগরে চালাচ্ছে নাকা চেকিং। সকাল ৭টা থেকে ১০ টা পর্যন্ত সময় প্রায় সকলের জন্য। এরপর রাস্তায় দু চাকা, চার চাকা গাড়ি নিয়ে যারা বের হচ্ছেন তারা ঠিক কি কারণে বেরোচ্ছেন, সঠিক কারণ হলে রেহাই মিলছে, না হলেই আইনি ব্যবস্থা। তবে শুধু মুখের কথা নয় উপযুক্ত কাগজপত্র এবং সাথে গাড়ির মধ্যে পেছনে ডিগিতে চিরুনি তল্লাশি চালাচ্ছে তারা। শহরের ঢোকার প্রধান পথগুলিতে প্রায় সারাদিনই কর্তব্য অবস্থায় রয়েছেন ট্রাফিক পুলিশ। এভাদেও মাঝেমধ্যেই চলছে নিয়মিত নাকা চেকিং।

Leave a Reply