বাঁশের দোলায় শিবমূর্তি
অঞ্জন শুকুল, নদীয়া: করোনা আবহে মানুষ ভীতসন্ত্রস্ত হয়ে পড়েছে চারিদিকে । বিজ্ঞানী এবং চিকিৎসেরা চেষ্টা করে চলেছেন কিভাবে মারণ রোগ করোনা থেকে নিবারণ পাওয়া যায়, তার সাথে সাথে বাংলার মানুষের ভাবাবেগ অর্থাৎ ঈশ্বরবিশ্বাসী মানুষেরা তারা প্রতিনিয়ত পুজো করে চলেছেন বিভিন্ন দেবদেবীর।
নদীয়ার কৃষ্ণগঞ্জ এর শিব নিবাসে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ । গতকল ছিল শ্রাবণ মাসের সোমবার। সেখানেই পুণ্যার্থীরা এসেছেন করোনা থেকে মুক্তি পেতে এই শিবলিঙ্গে পুজো করতে। নদীয়া নবদ্বীপ থেকে শিবমূর্তী এনে ঘাড়ে করে পায়ে হেঁটে শিবনিবাস এ উপস্থিত হন তারা এবং তারপরেই তারা পূজার্চনা চালান।
শ্রাবণ মাস ধরে চলে দেবাদিদেব মহাদেব তার পূজার্চনা। শ্রাবণের তৃতীয সোমবারে এতদূর থেকে পিঠে এবং ঘাড়ের সহযোগিতায় নিজেদের অক্লান্ত পরিশ্রমের নবদ্বীপ থেকে শিবের প্রতিকৃতি এনে তা শিবনিবাস মন্দিরে পুজো করলেন।