মলয় দে নদীয়া :- নাগাল না পেয়ে আঙ্গুর ফল টক! সকলের জানা তবে সেটা অতীত! এখন আপনার হাতের নাগালে, তাও আবার পুঁই ,চাল কুমড়োর মাচায় ঝুলছে থোকা থোকা।
ঘটনাটি নদীয়া শান্তিপুর শহরের নয় নম্বর ওয়ার্ডের। নিজাম শেখের স্ত্রী মৌসুমী খাতুন তার বোনের কাছ থেকে গতবছর একটি আঙ্গুর চারা উপহার হিসেবে পান। কিছু না বুঝেই বাড়ির উঠোনে সাধারণভাবেই পুতে দেন। মূল ফটক থেকে ঘরে ঢোকার পথে মাথার উপর পুঁই কুমড়োর মাচাতে অনেক পরিমানে শাখা-প্রশাখা বিস্তৃত হওয়ার ফলে প্রখর রৌদ্রর হাত থেকে রক্ষা পাওয়ার কারণে খুশি পরিবার। কখনো ভাবতেও পারেননি, সুমিষ্ট ফল পাবেন তা থেকে। গত বছরে এ সময় অল্প পরিমাণে হলেও, এবছর প্রচুর পরিমাণে আঙ্গুর ফলেছে। আর সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করায়, আত্মীয় পরিচিত পরিজনের আমন্ত্রণ পর্ব চলছে । তবে ফল পাকার অপেক্ষায় অনেকেই।
আঙ্গুর চাষের বিভিন্ন তথ্য থেকে জানা যায়, ডালপালা নিয়মিত ছাঁটার ফলে, এবং অতিরিক্ত রৌদ্রে ফলন এবং মিষ্টতা বাড়ে । প্রতিবছরেই গ্রীষ্মকালীন এই ফল সেপ্টেম্বর মাস পর্যন্ত পাকতে থাকে। তবে মেঘলা আকাশ কুয়াশা-বৃষ্টি আঙ্গুর ফলের প্রধান প্রতিপক্ষ।