মলয় দে, নদীয়া:-২০ মে, ২০২০ সাল, ভয়ানক স্মৃতি আমফানের। গোটা রাজ্যের যে চেহারা ধরা পড়েছিল ফ্রেমে তা এক কথায় বলতে গেলে ভয়ানক। সেই ছবি আবারও ফিরতে চলেছে বাংলায়। ধেয়ে আসবে যশ। আবহাওয়া দপ্তরের কথায় শনিবার বিকেলের দিকে হতে পারে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত। আসছে ঘূর্ণীঝড় ‘যশ’। আগামী ২৬ মে সকালে ওড়িশা ও পশ্চিমবঙ্গ উপকূলে পৌঁছতে পারে যশ। এদিনই স্থলভাগে আছড়ে পড়ার সম্ভাবনা।
তাই আগে থেকেই শনিবার নবদ্বীপ থানার পক্ষ থেকে নবদ্বীপ শহর জুড়ে সতর্কবার্তা দিতে মাইকিং করে প্রচার চালানো হয়। ঘূর্ণিঝড় যশ সম্পর্কে সচেতনতা করতে নবদ্বীপ থানার পক্ষ থেকে মাইকিং এর মাধ্যমে বলা হয়, মাছ ধরতে গিয়ে যেন ঝড়ের কবলে না পড়তে হয় মাঝিদের ও মৎস্যজীবিদের তাই আগে থেকেই গঙ্গায় যেতে মানা করা হচ্ছে, ঘরোয়া লাগোয়া কোন মরা গাছ বা শুকনো ডাল থাকলে কেটে সরিয়ে ফেলুন, ঝড়ের সময় বাইরে বেরোনো যাবে না ঝড় সম্পূর্ণ থেমে গেলে তবেই বাইরে বেরোবেন। পাশাপাশি রাতের অন্ধকারে পথ চলতে অবশ্যই টর্চ বা হেরিকেন সঙ্গে রাখার বার্তা দেওয়া হচ্ছে।