ঝড়ের রোষানল থেকে কি বাঁচতে চলেছে নদীয়া ? বিস্তারিত জানতে….

Social

মলয় দে নদীয়া :-ভারতবর্ষের দৃশ্যমান পূর্ণ গ্রাস চন্দ্রগ্রহণ শুরু হবে আজ বিকাল ৩.১৫ তে।

চন্দ্র গ্রাস আরম্ভ হবে বৈকাল ৪.৪১ মিনিটে, গ্রাস সমাপ্তি হবে বিকাল ৪. ৫৬ মিনিটে, আর গ্রহণ সমাপ্তি হবে সন্ধ্যা ৬ .২২ মিনিটে। এই চন্দ্রগ্রহণ ভারতবর্ষের বিভিন্ন রাজ্য থেকে পরিলক্ষিত হবে।
গতকাল মঙ্গলবার রাত ৮.৩২ থেকে আজ অর্থাৎ বুধবার বিকাল ৪.৪৪ পর্যন্ত পূর্ণিমা  থাকবে। তার উপর যশের প্রভাব স্বভাবতই নদীয়ার ভাগীরথী ছিল উত্তাল ! আরে সমস্ত নিয়েই নদিয়া ভাগীরথী তীরবর্তী মানুষের আতঙ্ক ছিল যথেষ্ট।

কিন্তু দুপুর ২.৫০ পর্যন্ত যশের রোষানল লক্ষ্য করা গেল না নদীয়ায়। ইতি মধ্যেই স্থানীয় বিডিও , এসডিও, ডিএমের তত্ত্বাবধানে বিভিন্ন নদীর তীরবর্তী এলাকায় বিদ্যালয়গুলিতে আশ্রয় শিবিরের ব্যবস্থা করা হয়েছে এবং স্থানীয় পঞ্চায়েত এর ব্যবস্থাপনায় খাওয়া-দাওয়ারও। তবে সামগ্রিক শান্তিপুর কৃষ্ণনগর রানাঘাট এলাকাগুলোতে পানীয় জল, বিদ্যুৎ এর কারণে সাধারণ মানুষের ভোগান্তি বা ঝড়ে ক্ষয়ক্ষতির কোন খোঁজ পাওয়া যায়নি। মাঝেমধ্যে দমকা হাওয়া ছিল বটে তবে তা ভয়ঙ্কর নয়, নদীতে জলের পরিমাণঃ সামান্য বৃদ্ধি হলেও তা কখনোই পাড়ে উপচে পড়ার মতন নয়।

Leave a Reply