মলয় দে নদীয়া:- শান্তিপুর মেলের মাঠ অঞ্চলের বাসিন্দা গোলক মন্ডল, পেশায় গাড়ির চালক , দীর্ঘদিন ধরে পেটের অ্যাপিন্ডিক্স এর সমস্যায় কষ্ট পাচ্ছিলেন , স্বাস্থ্য সাথীর কার্ড তার ছিল না , এমত পরিস্থিতিতে তার দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দেন পঞ্চায়েত সমিতির সভাপতি রিনা প্রামাণিক । ঠিক এই সহ যোগিতার কারণে বর্তমান সরকারের প্রতি ও মূলত মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তার পরিবার । অর্থাৎ রোগীর রোগের চিকিৎসা হবার কারণে তার পরিবার প্রাণ ফিরে পেল । গোলক বাবু স্ত্রী কেয়া মন্ডল জানান, আর্থিক দুরবস্থা কারণে এ ধরনের রোগের চিকিৎসা করা সম্ভব ছিল না আমাদের পক্ষে, তবে নার্সিংহোমে ভর্তি থাকা সত্ত্বেও বিডিও অফিসের সমস্ত সেটআপ এখানে নিয়ে এসে এ ধরনের ব্যবস্থা করায় আমরা কৃতজ্ঞ মুখ্যমন্ত্রী প্রতি, পঞ্চায়েত সমিতির কাছে ঋণী । এমনই বিবৃতি প্রকাশ করেছেন এই পরিবার আমাদের সংবাদ মাধ্যমের ক্যামেরার সামনে ।