যশ’ নিয়ে দিঘা উপকূলে জারি সতর্কতা, চলছে মাইকিং

Social

মদন মাইতি, দীঘা: ‘যশ’ নিয়ে সতর্কতা জারি হল দিঘা উপকূলে। পর্যটকদের সমুদ্রে স্নানে নিষেধাজ্ঞা জারির পাশাপাশি পরিস্থিতি মোকাবিলায় প্রশাসনের পক্ষ থেকে আগাম সতর্কতা জারি করা হয়েছে। পর্যটকদের সতর্ক করতে সৈকত জুড়ে মাইকিং করা হচ্ছে পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে। দীঘা কোস্টাল থানার পুলিশ উপকূল জুড়ে নজরদারি শুরু করেছে।

প্রশাসনের পক্ষ থেকে দুর্যোগ মোকাবিলায় সব ধরনের সতর্কতা নেওয়ার পাশাপাশি স্থানীয় সাইক্লোন সেন্টারগুলিকে প্রয়োজনে দুর্গত মানুষদের সরিয়ে এনে রাখার জন্যে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। ইতিমধ্যে সতর্কবার্তা দিয়ে সমুদ্রে মাছ ধরতে যাওয়া ট্রলারগুলিকে মাছ ধরতে যাওয়ায় নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে ।

আবহাওয়া দপ্তর সূত্রের দিঘা উপকূলে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় ‘যশ’। রবিবার পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপ পরিণত হতে পারে ঘূর্ণিঝড়ে। আগামী বুধবার তা আছড়ে পড়তে পারে বাংলা-ওড়িশা উপকূলে। দিঘার কাছাকাছি স্থলভাগে ঢোকার সম্ভাবনা ঘূর্ণিঝড় ‘যশে’ এর।

এই মে-ই দেখেছিল দক্ষিণবঙ্গের বুকে বিধ্বংসী আমফানের তাণ্ডব। দেখেছিল আয়লার ভয়াবহতা। গতবছরের বিশে মে দীঘা সহ দক্ষিণবঙ্গকে ছাড়খাড় করে দিয়েছিল আম্ফান। ২০০৯-এর ২৫ মে লণ্ডভণ্ড করে দিয়েছিল আয়লা। সেই মে মাসেই আবার ঘূর্ণিঝড়ের ভ্রুকুটি। এবার যশ।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তর আন্দামান সাগর ও পূর্বমধ্য বঙ্গোপসাগরে শনিবার অর্থাৎ ২২ মে নাগাদ একটি নিম্নচাপ তৈরি হতে পারে। সেই নিম্নচাপ পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে, শক্তিসঞ্চয় করে পরিণত হতে পারে ঘূর্ণিঝড়ে। সেই ঘূর্ণিঝড় উত্তর-পশ্চিম অভিমুখী হয়ে, ২৬ মে, বুধবার পৌঁছতে পারে পশ্চিমবঙ্গ ও ওড়িশা উপকূলে।

তার জেরে ২৫ তারিখ, অর্থাৎ মঙ্গলবার সন্ধে থেকে দুই রাজ্যের উপকূলীয় এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি শুরু হতে পারে। ঘূর্ণিঝড়ের নামকরণ করা হয়েছে যশ। নামকরণকারী দেশ ওমান। আবহাওয়া দফতররের অনুমান, ঘূর্ণিঝড়ের প্রভাব পড়তে পারে পূর্ব মেদিনীপুরের দিঘা, শঙ্করপুর সমুদ্র সৈকতেও।

Leave a Reply