সোশ্যাল বার্তা : অশোকনগর বিদ্যাসাগর বানী ভবন উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রীরা শিক্ষক দিবস উদযাপন করলেন। তাদের প্রিয় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোজ ঘোষ শিক্ষক দিবসে তাঁর কর্মকাণ্ডের জন্য শিক্ষারত্ন সম্মান পেয়েছেন। তাঁর জন্য শুধুমাত্র তার বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা নয়, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা সংগঠন এবং সমাজের অন্যান্য মানুষেরা খুশি।
বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রীরা অশোক নগর বৈশাখী উৎসব কমিটির মাধ্যমে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান করে। বৈশাখী উৎসব কমিটির সদস্য সদস্যারা আবৃত্তি সংগীতে অনুষ্ঠানটি সম্পূর্ন করে।সেইসাথে বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং অন্যান্য শিক্ষক শিক্ষিকাদের সম্মান জানানো হয়। প্রাক্তন ছাত্র-ছাত্রীর প্রধান শিক্ষকের হাতে অসহায় দুস্থ ছাত্রছাত্রীদের জন্য শিক্ষা সামগ্রী উপহার হিসাবে তুলে দেয় এবং বিদ্যালয় প্রাঙ্গনে পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দুটো ডাস্টবিন তুলে দেওয়া হয়। এই অনুষ্ঠানের বিষয়ে প্রধান শিক্ষক এবং বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-শিক্ষিকাগণ এবং শিক্ষাকর্মীবৃন্দ ভীষণ ভাবে খুশি বলে জানিয়েছেন।