দেবু সিংহ,মালদা:-আগের থেকে অনেকটাই কমতে শুরু করেছে মালদায় করোনা আক্রান্তের সংখ্যা জানালেন মালদা মেডিকেল কলেজ হাসপাতালে অধ্যক্ষ ডাক্তার পার্থপ্রতিম মুখোপাধ্যায়।
এই মুহূর্তে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ওয়ার্ডে ৮৫জন করোনা আক্রান্ত রোগীর চিকিৎসা চলছে। গতকালকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে সোয়াপ টেস্ট টেস্ট হয়েছিল ৯৯৮ জনের। তারমধ্যে ১৭১ জন এর পজিটিভ রিপোর্ট এসেছে। পরীক্ষিত সোয়াপ টেস্টের মধ্যেসংক্রমণের হার ১৭.৮ শতাংশ।
নিউজ সোশ্যাল বার্তার পক্ষ থেকে সবার কাছে আবেদন প্রয়োজনে প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যাবেন না। মাস্ক ও স্যানিটাইজার ব্যবহার করুন। ভিড় এড়িয়ে চলুন নিজে সুরক্ষিত থাকুন ও অপরকে সুরক্ষিত রাখুন।