কৃষি বিভাগের উদ্যোগে কৃষক প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হলো চাকদহের দিনবন্ধু মঞ্চে

Social

সমীর দাস,নদীয়া:- পশ্চিমবঙ্গ সরকারের কৃষি বিভাগের উদ্যোগে, চাকদহ ব্লক সহ কৃষি অধিকর্তার ব্যবস্থাপনায়, নদিয়ার চাকদহ পঞ্চায়েত সমিতির ট্রেনিং হল ” দিনবন্ধু মঞ্চ”-এ ব্লকের ৫০ জন কৃষককে নিয়ে জাতীয় খাদ্য সুরক্ষা মিশন এর আওতাভুক্ত (বাণিজ্যিক শস্য পাট) সম্পর্কে এক দিবসীয় পাট ভিত্তিক শস্য পর্যায়ের কৃষক প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হলো।

উপস্থিত ছিলেন ডক্টর রঞ্জন রায় চৌধুরী অতিরিক্ত কৃষি অধিকর্তা প্রশাসন নদীয়া, চাকদহ পঞ্চায়েত সমিতির সভাপতি হরপ্রসাদ হালদার, চাকদহ ব্লক সহ কৃষি অধিকর্তার সঞ্জয় হালদার, রানাঘাট মহকুমা সহ অধিকর্তা প্রশাসন অশোক শীট ছাড়াও কৃষিবিজ্ঞানীরা এবং কৃষকেরা। উন্নত পাট কিভাবে ফলানো যাবে এবং তার ব‍্যবহার সম্পর্কে হাতে কলমে প্রশিক্ষণ নিলেন চাষী ভায়েরা।

Leave a Reply