বাংলার উঠতি দুই উদ্যোক্তা (entrepreneur) ও তাদের যুবা প্লাস (Yuva Plus) দেখাচ্ছে নতুন পথের সন্ধান

Social

সোশ্যাল বার্তা: ভারতবর্ষের মধ্যে বাংলা শিক্ষা তথা সংস্কৃতির পীঠস্থান। বর্তমানে ডিজিটাল জগতে বাংলার দুজন উঠতি উদ্যোক্তা যাদের পথচলা খুবই আকর্ষিত। বাংলায় প্রথমবার তারা নিয়ে আসছেন Yuva Plus ( নামে শিক্ষামূলক অ্যাপ, যেখানে স্কুল শিক্ষা থেকে সমস্ত রকম চাকরির পরীক্ষার প্রস্তুতি নেওয়া যাবে। বর্তমানের ওপর ভিত্তি করে পুঁথিগত শিক্ষার সাথে প্রযুক্তিগত এর এক অভূতপূর্ব মেলবন্ধনের মাধ্যমে নতুন প্রজন্মের কাছে ঘরে ঘরে শিক্ষা পৌছে দিতে বদ্ধ পরিকর অভিজিৎ অধিকারি ও সব্যসাচী সাহা। পেশায় দুজনই শিক্ষক। তাদের এই উদ্দ্যোগের ব্যপারে জানতে গিয়ে জানা গেল অনেক কিছু।

সব্যসাচী সাহা জানালেন “শূন্য থেকে শুরু- এই প্রবাদ প্রবচনটি আমাদের Yuva Plus-এর জন্য একদম প্রযোজ্য।
আমরা যে Yuva Plus করব, এমনটা প্রথমে আমাদের মাথাতে একদমই ছিল না।
সালটা ছিল ২০১৭, যখন আমি আর অভিজিত দুজনেই পশ্চিমবঙ্গের খ্যাতনামা প্রতিষ্ঠানের শিক্ষক।শাস্তি নাকি আশীর্বাদ আজও আমারা জানিনা, সবাইকে বাদ দিয়ে আমাদের বিহারের পাটনাতে ক্লাস নিতে পাঠানো হয়। পশ্চিমবঙ্গের বাইরে প্রতিযোগিতা মূলক পরীক্ষার
প্রতিষ্ঠান বা পড়াশুনার কি পরিকাঠামো হয় তা নিজেদের চোখেই দেখলাম দুজনে।
ক্লাসের পর বাকিরা যখন রুমে ফিরে বিশ্রাম নিত, আমরা ঘুরে বেড়াতাম পাটনা, বোরিং রোড, রাজেন্দ্রনগরের অলিগলি, চাক্ষুষ দেখলাম আনন্দ কুমারকেও।
এই রকমই একদিন ঘুরতে ঘুরতে অভিজিত বলে উঠল, ভাই আমরাও নিজেদের প্রতিষ্ঠান করব।
আমি সেইদিন অভিজিতকে কিছু সম্মতি জানাইনি।কিন্তু ওকে যা চিনেছি আমি, জানতাম যখন ওর মাথায় ঢুকেছে তো করেই ছাড়বে।”

ওনাকে বাধা দিয়ে অভিজিৎ বাবু জানান “না, সেই দিন সব্যসাচীর মুখে সম্মতি না দিলেও আমি জানতাম ও আমার সাথে থাকবেই। যাই হোক আমাদের লড়াই শুরু, চাকুরী ছাড়লাম, নানা রকম কাজ করে অর্থনৈতিক জোগাড়, এমনকী অভিজিত ওলা বাইকও চালালো কিছুদিন, ২০১৮-২০১৯ গড়িয়াতে অফলাইন কোচিং খোলা হল।
ভালো চলতেও শুরু করল।কিন্তু এই ভাবে সবার কাছে পৌঁছান যাচ্ছে না। আমাদের যে স্টুডেন্টটি বাঁকুড়া থাকে বা আলিপুরদুয়ার সে কোন ভাবেই আমাদের ক্লাস করতে পারছে না।
আর ঠিক তখনই Yuva Plus এর জন্ম। ২৫ অগাস্ট ২০১৯ থেকে আমাদের পথ চলা শুরু হয়।ধার করা ক্যামেরা, ভাঙ্গা ল্যাপটপ, আর অদম্য ইচ্ছা।
এভাবেই বড়দের চোখ রাঙ্গানি খেতে খেতে আমরা এগিয়ে চলেছি। আজ পশ্চিমবঙ্গ-ত্রিপুরা মিলিয়ে মোট ৬০০০০ স্টুডেন্ট আমাদের কাছে পড়ে।”
নতুন প্রজন্মের ছেলেমেয়েদের কাছে সত্যিই অনুপ্রেরণা বলা যেতে পারে। বিস্তারিত জানতে দেখতে পারেন ….
https://youtube.com/c/yuvaplusbangla

Leave a Reply