মদন মাইতি: ট্রলার নিয়ে জেলেরা মাছ ধরতে যায় সমুদ্রে। কিন্তু কখন যে কার কপাল খোলে কেউ বলতর পারে না। তবে তেলিয়া ভোলা মাছ কারও জালে উঠলে খবর ছড়িয়ে পরে সবার মধ্যে।
রবিবার পূর্ব মেদিনীপুর জেলার দিঘা মোহনায় নিলামে উঠলো তেলিয়া ভোলা যার বাজার মূল্য কয়েক লক্ষ টাকা। তেলিয়া ভোলা মাছটির ওজন প্রায় ৩৬ কেজি।
জানা যায় এই তেলিয়া ভোলা মাছের দাম প্রতি কেজি প্রায় আট হাজার টাকা। কাঁথির ট্রলার মালিক বিবেক করনের “ধরনী” নামক একটি ট্রলারে এই মাছটি ধরা পরে। এইদিন দীঘা মোহনায় কেপিএস এর আড়তে নিয়ে আসে বিক্রি করার জন্য।