দেবু সিংহ,মালদা: মালদা পলিটেকনিকের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে, মালদা পলিটেকনিকের ছাত্র ছাত্রী ও কর্মচারীবৃন্দর উদ্যোগে, ভারত স্কাউটস্ অ্যান্ড গাইডস্ মালদা জেলা শাখার সহযোগিতায় শুক্রবার দুপুরে মালদা পলিটেকনিক প্রাঙ্গণে, স্বেচ্ছায় রক্তদান শিবির ও বৃক্ষ রোপন করা হয়। মালদা মেডিকেল কলেজ ব্লাড সেন্টারের রক্তের ভাঁড়ার শূণ্য । সংকটময় মুহূর্তে রক্তদান শিবিরে কলেজের অধ্যাপক, কর্মী, ছাত্র ও প্রাক্তন ছাত্র সহ ৩০ জন রক্তবন্ধু রক্তদান করেন ।
শিবিরে রক্তদাতা উদ্বুদ্ধকরণে উপস্থিত ছিলেন পলিটেকনিক কলেজের অধ্যাপক আবির ব্যানার্জি ও অধ্যাপক দীপঙ্কর বিশ্বাস, ভারত স্কাউটস্ অ্যান্ড গাইডস্ মালদা জেলা শাখার জেলার রক্তদান শিবির আহ্বায়ক অনিল কুমার সাহা, মালদা মেডিক্যাল কলেজ ব্লাড সেন্টারের চিকিৎসক সুশান্ত ব্যানার্জি, জাগরণ মালদার কর্ণধার শুভজিৎ দাস প্রমূখ।