সোশ্যাল বার্তা: করোনাকালীন পরিস্থিতিতে নিয়মিত সাধারণ মানুষের জন্য কাজ করে চলেছে নদীয়া জেলার কৃষ্ণগঞ্জের রেড ভলান্টিয়ার্স এর সদস্যরা। কখনও বা এলাকার ব্যাঙ্ক, পোস্ট অফিস, বাজার স্যানিটাইজেশন কখনও বা মুমূর্ষ ব্যক্তির রক্তের জোগান কখনও বিনামূল্যে দুর্যোগের মধ্যেও অক্সিজেন পরিষেবায় দিয়ে।
মঙ্গলবার রাত ৮টা নাগাদ সিপিআইএম কৃষ্ণগঞ্জ এরিয়া কমিটির সম্পাদক সুপ্রভাত দাশের নিকট ফোন আসে , মাজদিয়া নিবাসী একজন ৮০ ঊর্ধ্ব বৃদ্ধের অক্সিজেন স্যাচুরেশন কমে গেছে, জরুরি ভিত্তিতে অক্সিজেন প্রয়োজন। আকাশ কালো মেঘ, প্রচণ্ড বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলছে। বজ্র বিদ্যুৎসহ বৃষ্টি একটু কম হতেই কৃষ্ণগঞ্জের রেড ভলান্টিয়ার্স এর সদস্য সুপ্রভাত দাশ, সোনা ঘোষ, পিনাকী মজুমদার, অক্সিজেন সিলিন্ডার নিয়ে রওনা দেন ওই রোগীর বাড়ীর উদ্দেশ্যে। অবশেষে ভিজতে ভিজতেই রোগীর বাড়ী পৌঁছান তারা। রোগীর অক্সিজেন দেওয়ার ব্যবস্থা করা হয়।
পরিবারের একজন সদস্য জানান “এই বৃষ্টি বাদলার দিনে আপনারা এসেছেন তাতেই আমরা খুশি ও মানসিক শান্তি পেলাম। আপনাদের কাছে আমরা চিরকৃতজ্ঞ থাকবো। এভাবেই অসহায় মানুষের পাশে থাকুন, এই কামনা করি।”
বুধবারও ব্লকের বিভিন্ন কারোনা আক্রান্তের বাড়িতে স্যানিটাইজেশনের কাজ ও বাড়িগুলিতে শুকনো খাবার প্রয়োজনীয় জিনিসপত্র পৌঁছে দেন সংস্থার সদস্যরা।
এই কাজ করতে আর্থিক সহযোগিতা কিভাবে পাচ্ছেন জিজ্ঞাসা করলে সদস্য পিনাকী মজুমদার জানান
“সমস্ত রেড ভলেন্টিয়ার্স, পার্টি সমর্থক , কৃষ্ণগঞ্জ সহ এলাকার সাধারণ মানুষ আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করছি। মানুষ বড় বিপদে তাদের পাশে থাকাই প্রধান লক্ষ্য।”