বিদ্যালয়ে ভ্রাম্যমাণ বিজ্ঞান প্রদর্শনী খুশির হাওয়া ছাত্র-ছাত্রী মহলে

Social

নিউজ সোশ্যাল বার্তা,২৭শে নভেম্বর ২০১৯, মলয় দে নদীয়া:– শীতের শুরুতেই বিভিন্ন স্কুল গুলিতে চলছে BITM ( Birla Industrial & Technological Museum) এর তত্ত্বাবধানে চলমান বিজ্ঞান প্রদশর্নী । রানাঘাট সাবডিভিশানের অন্তর্গত নির্বাচিত কতগুলি বিদ্যালয়েই চলেছে এই চলমান বিজ্ঞান প্রদশর্নী ও সঙ্গে আমন্ত্রিত থাকছে আশেপাশে থাকা বিভিন্ন মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও প্রাইমারী বিদ্যালয় গুলিও ।

গত ২৫-১১-২০১৯ থেকে ২৭-১১-২০১৯ তারিখ পর্যন্ত এই বিজ্ঞান প্রদশর্নী অনুষ্ঠিত হয়ে গেল উজিরপুকুরিয়া হাই স্কুলে । বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তানুল আরেফিন মহাশয় এটা বিষয়ে জানান যে এই প্রদর্শনীতে তিনি তার বিদ্যালয়ের আশেপাশের সমস্ত প্রাইমারী ও হাই স্কুল গুলিকে আমন্ত্রণ জানিয়েছিলেন , কিন্ত বিদ্যালয় গুলিতে বার্ষিক পরীক্ষা চলার জন্য সব বিদ্যালয় গুলি অংশগ্রহণ না করতে পারলেও কয়েকটি প্রাইমারী ও কয়েকটি হাই স্কুলের শিক্ষক শিক্ষিকারা তাদের ছাত্র ছাত্রীদের নিয়ে এই প্রদশর্নীতে অংশগ্রহণ করেন ।

বিদ্যালয়ের বিজ্ঞান শিক্ষক শ্রী সঞ্জয় মন্ডল বলেন যে এই ধরনের বিজ্ঞান প্রদশর্নী যেমন ছাত্র-ছাত্রীদের বিজ্ঞান চেতনার বিকাশে সহায়তা করে ঠিক তেমনই আমাদের দৈনন্দিন জীবনযাত্রায় কিভাবে বিজ্ঞানকে সহজ উপায়ে ব্যবহার করা যায় যা সুন্দর ভাবে এই প্রদশর্নী র মাধ্যমে ছেলে মেয়েরা জানতে পারল । তিনি আরো জানান যে এর আগে ছাত্র যুব বিজ্ঞান মেলাতেও আমাদের বিদ্যালয় পরপর তিনবার সাব-ডিভিশান স্তরে প্রথম হয়েছে ও জেলা স্তরেও অংশ গ্রহন করেছে । ফলে আমাদের বিদ্যালয়ে এই ধরনের বিজ্ঞান প্রদশর্নী ছাত্র ছাত্রীদের আরো অনেক উৎসাহী করবে । এরপর ২৮-১১-২০১৯ তারিখ থেকে এই চলমান বিজ্ঞান প্রদশর্নী শুরু হবে রথতলা কলোনী বিদ্যালয়ে ।