নদীতে তলিয়ে যাওয়া স্কুল ছাত্রের দেহ উদ্ধারের প্রতীক্ষায় প্রায় পরিবারবর্গ

Social

দেবু সিংহ, মালদাঃ- নদীতে তলিয়ে যাওয়া স্কুল ছাত্রের দেহ উদ্ধারের প্রতীক্ষায় প্রায় ২৪ ঘন্টা ধরে চোখের জল ফেলে চলেছে পরিবারবর্গ।জেলা প্রশাসনের তরফে উদ্ধার কার্যের জন্য নদীতে নামানো হয়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনী,স্পিড বোর্ড ও ডুবুরি। ঘটনাকে কেন্দ্র করে শোকের ছায়া নেমে এসেছে মালদার মানিকচকের মথরাপুর এলাকা জুড়ে।

উল্লেখ্য, রবিবার আনুমানিক বেলায় একটা নাগাদ মথুরাপুর খেজুরঘাট ফুলহর নদীতে স্নান করতে নেমে নদীতে তলিয়ে যায় অষ্টম শ্রেণীর ছাত্র দেবাশীষ মন্ডল। বাবা দীনেশ মন্ডল। বাড়ি মালদার মানিকচকের নাজিরপুর খোয়েরতোলা এলাকায়।

জানা গেছে, দেবাশীষ শনিবার পরিবারের সাথে মথরাপুর কাঁকড়িবাধা এলাকায় তার দাদুর বাড়ি মহেশ মন্ডলের বাড়িতে পুজো উপলক্ষে ঘুরতে আসে। এরপর রবিবার বেলা একটা নাগাদ দেবাশীষ তার মামার সাথে খেজুরঘাটের ফুলহর নদীতে স্নান করতে নামে। তখনই জলের স্রোতে তলিয়ে যায়। তলিয়ে যাওয়ার পরপরই স্থানীয়রা নৌকা নিয়ে নদীতে তল্লাশি চালান। কিন্তু ওই ছাত্রের কোন হদিস মিলেনি। এরপর খবর পেয়ে ঘটনা স্থলে ছুটে যায় বিপর্যয় মোকাবিলা বাহিনী। তারা নদীতে স্পিড বোট নামিয়ে রবিবার সন্ধ্যা পর্যন্ত উদ্ধার কার্য চালান। কিন্তু দেহ উদ্ধার হয়নি। এরপর সোমবার সকাল থেকে নামানো হয় ডুবুরি।

Leave a Reply