শিশু ও কিশোর উৎসব জমে উঠলো,,,,, বাবু হক,,, হাওড়া,,, হাওড়া গ্রামীণ জেলার বাগনান থানার বাঙ্গাল পুর মহিলা বিকাশের প্রাঙ্গণে, দ্বিতীয় বর্ষ শিশু ও কিশোর উৎসব জমে উঠলো।
স্বনির্ভর গোষ্ঠীর আন্দোলনের পুরোধা ব্যক্তিত্ব ডঃ মানব সেন মেমোরিয়াল সেল্ফ হেল্প স্টাডি সেন্টারের উদ্যোগে ও মহিলা বিকাশের ব্যবস্হাপনা আজকে শনিবার ১১ই জানুয়ারি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পর্যায়ক্রমে নানান ধরনের অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষা সচেতনতা সাংস্কৃতিক সামাজিক সেবা প্রদানের আয়োজন করা হয় বলে জানান শুভাকাঙ্ক্ষী সমাজকর্মী বিপ্লব ঘোষ বাবু আমাদের প্রতিনিধিকে।
অনুষ্ঠান সময়সূচিতে ছিল ডঃ মানব সেনের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, প্রদীপ প্রজ্জ্বলন, উদ্বোধনী সঙ্গীত , আলোচনা, নৃত্য, সঙ্গীত, আবৃত্তি, যোগব্যায়াম, নাটক,দেওয়াল পত্রিকা কথাকলি।চিত্র, হস্তশিল্প, মডেল, বিঞ্জান প্রদশর্নী ও প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় বলে জানা জানান শুভাকাঙ্ক্ষী ও সমাজকর্মী গোপাল ঘোষ।
পত্রিকায় দশজনের লেখা ও বেশকয়েকটি সুদৃশ্য চিত্র স্হান করে নিয়েছে। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন ঋষিতা সাউ। স্মরণীয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন পর্যায়ক্রমে ডঃ মানব সেনের পরিবারের সদস্যরা তাদের মধ্যে রথীন সেনগুপ্ত, চৈতালী সেনগুপ্ত, অশোক সেন, সুতপা সেন, সুজিত দত্ত,কল্লল সরকার এছাড়াও সমাজের বহু বিশিষ্ট জনেরা তাঁরা হলেন পার্থ সারথি রায়, ডাঃ সৌরেন্দু শেখর বিশ্বাস, রণজিৎ রাউত সহ আরো অনেকে। উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন অনিন্দিতা মণ্ডল। গোপাল বাবু সবিস্তারে বর্ণনা করেন ডঃ মানব সেনের আত্ম জীবনী থেকে ও তার পরিবারের সদস্যরা।
সেন্টারের উদ্যোগে বর্ষ ব্যাপী নানান ধরনের শিক্ষা সচেতনতা সাংস্কৃতিক সামাজিক উন্নয়নে কাজ করে চলেছে মাসের তৃতীয় রবিবার বিকেলে বৈঠক অনুষ্ঠিত হয় বলে জানা যায়। বিশিষ্ট সমাজ সেবক সুপ্রিয় ঘোষ বাবু বলেন ভেদাভেদ ভুলে সবাই এগিয়ে আসুন আগামী ভবিষ্যত প্রজন্মের জন্য কুসংস্কার মুক্ত সমাজ গঠনে সহায়তা করবেন আশাকরি সবাই।