শ্রমিকদের ন্যায্য বেতন বৃদ্ধির দাবিতে বিক্ষোভ কর্মসূচি

Social

পূর্ব মেদিনীপুর : পূর্ব মেদিনীপুর এর হলদিয়ার দেউলপোতা অঞ্চল এ শনিবার সকাল ১১ টা  নাগাদ হলদিয়া মেছাদা রাজ্য সড়ক এর পাশে ভুঁইয়া পলি প্রোডাক্ট প্রাইভেট লিমিটেড কোম্পানির শ্রমিক ও গ্রামবাসীরা বিক্ষোভ দেখান।

শ্রমিকরা দাবী করেন শ্রমিকদের মালিক মনগড়া বেতন দিচ্ছে, সরকারিভাবে যে বেতন হওয়া উচিত তা দিচ্ছে না ।

এই প্রসঙ্গে হলদিয়া উন্নয়ন ব্লক সভাপতি  অশোক মাইতি জানান ১০০ দিনের কাজের সুপার ভাইজার যারা তারা ৩০০ টাকা করে পাচ্ছে কিন্তু এখানে শ্রমিক রা পাচ্ছে মাত্র ২৩০ টাকা। এই আন্দোলন কোনো জাতি, ধর্ম নিয়ে নয় ।

তিনি আরও বলেন ,কোম্পানির মালিক কালীপদ ভুঁইয়া জাত, ধর্ম নিয়ে একটা খেলা করতে চাইছে কিন্তু এখানে সমস্ত দলের লোক আছে।

তাদের দাবি গ্রামের বাসিন্দাদের কাজ দিতে হবে ও স্থানীয় এলাকার লোককে কাজ দিতে হবে ও সঠিক মূল্য দিয়ে তাদের কে যথা যথ ভাবে সম্মান দিতে হবে।

যাদেরকে অকারণে কাজ থেকে বহিষ্কৃত করা হয়েছে তাদের আবার পুনরায় কাজে নিযুক্ত করতে হবে ।

Leave a Reply