হাঁসপুকুরিয়ায় রক্তদান ও বিনামূল্যে থ্যালাসেমিয়া পরীক্ষণ শিবির

Social

সোশ্যাল বার্তা : করোনা সংক্রমণের জেরে সারা দেশ জুড়ে জারি হয়েছিল লক ডাউন। ব্লাড ব্যাঙ্কগুলি এখনো রক্ত স্বল্পতা কাটিয়ে উঠতে পারেনি । ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তস্বল্পতা মেটাতে  ১লা জুলাই ডা: বিধান চন্দ্র রায় এর জন্মদিন এবং মৃত্যুদিন উপলক্ষ্যে প্রতিবছরের মতো এই বছরও বৃহস্পতিবার হাঁসপুকুরিয়া স্পোর্টিং ইউনিয়নের উদ্যোগে ও অঙ্গীকারের সহযোগিতায় হাঁসপুকুরিয়া বাসস্ট্যান্ডে রক্তদান শিবির ও বিনামূল্যে থ্যালাসেমিয়া পরীক্ষা শিবির করা হয়।।

এই মহতী রক্তদান শিবিরে মোট ৫৪ জন রক্তদাতা রক্তদান করেন যাদের মধ্যে মহিলা রক্তদাতা ৭ জন। নতুন প্রজন্মের প্রথম রক্তদাতা হিসেবে বহু যুবক যুবতী এগিয়ে এসেছেন। রক্ত সংগ্রহ করেন নবদ্বীপ ব্লাড সেন্টার।

উদ্যোক্তারা জানান, একদিকে করোনা আবহ অপর দিকে প্রাকৃতিক দুর্যোগের বাঁধা কাটিয়েও অনেকেই রক্তদানে সামিল হয়েছেন হাঁসপুকুরিয়া স্পোর্টিং ইউনিয়নের পক্ষ থেকে সকল রক্তদাতাকে ধন্যবাদ জানাই।

পরিবেশের ভারসাম্যকে রক্ষা করতে উদ্যোক্তাদের পক্ষ থেকে রক্তদাতাদের চারাগাছ তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ।

নবদ্বীপ ব্লাড সেন্টারের কর্মীদের দেওয়া হয় সংবর্ধনা। এই কাজে খুশি স্থানীয় বাসিন্দারাও।

Leave a Reply