গাজলে বোলেরো গাড়ির ধাক্কায় মৃত্যু হল এক ব্যক্তির

Social

দেবু সিংহ,মালদা: বোলেরো গাড়ির ধাক্কায় মৃত্যু হল এক ব্যক্তির। মৃত ব্যক্তির নাম অনিল সরকার বয়স (৫০) বছর। ঘটনাটি ঘটেছে শনিবার সন্ধ্যায় মালদা জেলা গাজোল থানা কৃষ্ণপুর এলাকায়। পরিবারের রয়েছে স্ত্রী ফাল্গুনী সরকার ও দুই ছেলে মেয়ে।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায় প্রত্যেক দিনের মতো গতকালকে বাড়ির পাশে দাঁড়িয়েছিলেন ওই ব্যক্তি। সময় পেছন দিক থেকে একটি বুলেরো গাড়ি সজোরে ধাক্কা মারে। ঘটনাস্থলে গুরুতর আহত হন অনিল সরকার নামে ওই ব্যক্তি। তারপর স্থানীয়রা ছুটে এসে তড়িঘড়ি উদ্ধার করে নিয়ে যায় গ্রামীণ হাসপাতালে। চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় গতকাল রাতে ওই ব্যক্তির। আজ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে আনা হয়। মৃত্যুর পরে শোকের ছায়া নেমে এসেছে পরিবার সহ গোটা গ্রামে।

Leave a Reply