মলয় দে নদীয়া:- নদীয়ার ধানতলা থানার দত্তপুলিয়া মনসাহাটিতে খাল বন্ধ করার চেষ্টার প্রতিবাদে আজ দত্তপুলিয়া পুরাতন পোস্ট অফিস মোড় সংলগ্ন কমিউনিটি হলে এক নাগরিক কনভেনশনে যোগ দিয়েছিলেন প্রচুর মানুষ।
সবুজ মঞ্চ,রাজ্য নদী বাঁচাও কমিটি, দক্ষিণবঙ্গ মৎস্যজীবী ফোরাম ও কৃষক কল্যাণ সমিতির উদ্যোগে ওই নাগরিক কনভেনশনের ডাক দেওয়া হয়েছিল। তাতে যোগ দিয়েছিলেন নদী বিশেষজ্ঞ সহ বিভিন্ন স্তরের মানুষ। তাদের অভিযোগ, মনসাহাটিতে খালের ওপরে যে কালভার্ট রয়েছে,সেই কালভার্টটি খালের উপরেই করা হয়েছে। অথচ স্থানীয় গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে বলা হচ্ছে ওইখানে কোন খালই নেই। সেই কারণে খালটি বন্ধ করে দেওয়ার চেষ্টা হচ্ছে। কিন্তু সেই খালটি বন্ধ করা হলে বিস্তীর্ণ এলাকার চাষের জমি ক্ষতিগ্রস্ত হবে। বিষয়টি স্থানীয় প্রশাসনকে বারবার জানিয়েও কোন কাজ হয়নি। তারা কোন কিছুতেই কর্ণপাত করছেন না। তাই বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন সহ বিভিন্ন স্তরের মানুষকে নিয়ে নাগরিক কনভেনশনের আয়োজন করা হয়েছিল।
কনভেনশনের শেষে বিভিন্ন স্তরের মানুষের সই সংগ্রহ করা হয়। কনভেনশনের আয়োজকদের বক্তব্য,’ বিভিন্ন জায়গায় খাল-বিল জলাশয় বন্ধ করার চেষ্টা করা হচ্ছে। আমরা তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। দত্তপুলিয়ার মনোসাহাটিতেও কাল বন্ধ করে দেওয়ার চেষ্টা হচ্ছে। তাই আমরা সকলে একজোট হয়েছি।’
এ বিষয়ে নদী বিশেষজ্ঞ সুপ্রতিম কর্মকার বলেন, সংরক্ষণের ক্ষেত্রে সরকারী বিভিন্ন প্রকল্প ঠিকঠাক নিলেও রূপায়নের ক্ষেত্রে তা অসামঞ্জস্যপূর্ণ।
শ্রীমা মহিলা সমিতির প্রতিষ্ঠাতা বাণী সরস্বতী দুঃখ প্রকাশ করে বলেন স্থানীয় পঞ্চায়েত হোক বা জেলা পরিষদ তাদের কাছ থেকে আন্তরিকভাবে সহযোগিতা পাচ্ছিনা।
পশ্চিমবঙ্গ নদী বাঁচাও আন্দোলনের কর্মকর্তা জ্যোতির্ময় সরস্বতী জানান, আন্দোলন এখন শুধুমাত্র কিছু সংগঠন এবং পরিবেশ কর্মীদের মধ্যে সীমাবদ্ধ নেই, তাই সাধারণ কৃষিজীবী শ্রমজীবী এবং সমাজের সকল স্তরের মানুষ আজ এসে খাল বাঁচানোর প্রতিবাদ স্বরূপ স্বাক্ষর প্রদান করছেন।