সোশ্যাল বার্তা : পূর্ব মেদিনীপুরের কোলাঘাট ফুলবাজার রাজ্যের দ্বিতীয় বৃহত্তম ফুল বাজার বলে পরিচিত। এই ফুলবাজারে পূর্ব – পশ্চিম মেদিনীপুর, হাওড়া জেলা থেকে কয়েকহাজার ক্রেতা বিক্রেতা প্রতিদিন আসেন। তবে গতকাল থেকে লোকাল ট্রেন বন্ধ হওয়ার কারণে চরম সমস্যার মধ্যে পড়েছেন ক্রেতা-বিক্রেতারা। কারণ দূরবর্তী এলাকা থেকে ফুল নিয়ে বিক্রি করতে আসতে পারছেন না বা বিক্রি করতে যেতে পারছেন না। এমনটাই অভিযোগ কোলাঘাটের ফুল ব্যবসায়ীনও চাষিদের।তাদের দাবি সারাদিনে কয়েকটি ট্রেন চালু রাখুক রেলদপ্তর তা না হলে প্রতিদিন ক্ষতির শিকার হবেন দিন আনা দিন খাওয়া চাষী ও ব্যবসায়ীরা।
ফুল বিক্রি করতে আসা একজন চাষি জানান ” ফুলের দাম ঠিকঠাক পাব কিনা জানি না । এর আগের লক ডাউনের সময়ে প্রচুর ক্ষতি হয়েছিল। সরকারের কাছে বিষয়টি দেখার জন্য আবেদন রাখছি।”