সোশ্যাল বার্তা: পূর্ব মেদিনীপুর জেলার অধিকাংশ মানুষ ভোর থেকে ভিড় জমান এই মেচেদা স্টেশনের প্ল্যাটফর্মে কারন জেলার প্রবেশদ্বার মেচেদা স্টেশন ।
একদিকে কলকাতা অপরদিকে খড়্গপুর সকাল হলেই প্রচুর মানুষ ভিড় করে লাইনে দাঁড়িয়ে থাকতেন তাদের গন্তব্যে পৌঁছানোর একমাত্র পরিবহন এই লোকাল ট্রেন ধরার জন্য । তারপর গাদাগাদি করে ট্রেনে ওঠা । প্রত্যহ রুটি রোজগারের একমাত্র পরিবহন ছিল এই লোকাল ট্রেন। কিন্তু গতকাল তার চাকা স্লথ সারিসারি ভাবে দাঁড়িয়ে ট্রেনগুলি। পূর্বের দিনগুলিতে ভীড়ে ঠাসা প্ল্যাটফর্ম বর্তমানে জনমানুষ শূন্য ফাঁকা সুনসান প্ল্যাটফর্মের চিত্রটা আজ সম্পূর্ণই অচেনা ।
স্টেশনের বাইরে চায়ের দোকানে দেখা গেল দু-একজন লোক দাঁড়িয়ে আছেন। তাদের মধ্যে থেকেই একজন ভারাক্রান্ত গলায় বললেন ‘ট্রেনে চা বিক্রি করে সংসার চলত জানি না এর পরে কীভাবে সংসার চালাব’। তবে শুধুমাত্র তিনিই নন তার মতোই যারা ট্রেনে হকারি করতেন ,লোকাল ট্রেন বন্ধ হওয়ার সাথে সাথে কাজ হারা হয়েছেন হাজার হাজার মানুষ ।