বিডিও ও পুলিশের তৎপরতায় বন্ধ হলো নাবালিকার বিয়ে

Social

পূর্ব মেদিনীপুর: বিয়ের মঞ্চে বরযাত্রীর অভিনয়ে উপস্থিত থেকে নাবালিকার বিয়ে আটকালো কাঁথি ৩নং ব্লকের বিডিও ও মারিশদা থানার ওসি।

স্থানীয় সূত্রে জানা যায়,রীতিমতো গোপনে কাঁথি ৩ ব্লকের লাউদা অঞ্চলের ধামাই গ্রামের বিষ্ণুপদ ঘোড়াই এর কন্যা নন্দিনী ঘোড়াই, আনুষ্ঠানিক বিয়ের আয়োজন ছিল গতকাল। আত্মীয়-স্বজন ও গ্রামবাসীদের উৎসাহ-উদ্দীপনায় রাতের আপ্যায়নি পর্ব প্রায় শেষের দিকে। সবাই শুধুমাত্র বরযাত্রী আসার অপেক্ষায়। বিয়ের সব আয়োজন যখন চূড়ান্ত এমন সময় বিয়ের সানাইয়ের সুর ছেদ ঘটলো। বরযাত্রী সঙ্গে হাজির কাঁথি ৩ ব্লকের বিডিও নেহাল আহ্মেদ ও মারিশদা থানার ওসি রাজু কুন্ডু।পাত্রীর জন্ম শংসাপত্রে দেখা যায় বয়স মাত্র ১৬। সঙ্গে সঙ্গে বিডিও প্রশাসনের যৌথ উদ্যোগে পাত্র-পাত্রী পক্ষের সকলকে নিয়ে নাবালিকার বিয়ে আটকানোর জন্য আলোচনায় বসেন। এদিকে বিয়ের লগ্ন চলে যেতে বসেছে। উভয়পক্ষকে নাবালিকা বিয়ের সমাজে বিরূপ প্রতিক্রিয়া ও সরকারি নির্দেশিকা সম্পর্কে বোঝানোর পর উভয়ের সম্মতিতে আনুষ্ঠানিক বিয়ের পর্ব প্রশাসন বন্ধ করেন।

Leave a Reply