ভৈমী একাদশীর মেলা নদীয়ার শিবনিবাসে ,এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গে

Social

মলয় দে নদীয়া :-নদীয়ার কৃষ্ণগঞ্জের শিবনিবাসে রয়েছে এশিয়া মহাদেশের মধ্যে দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ । ২৬২ বছর আগে ভৈমী একাদশী তিথিতে এই শিব মন্দির প্রতিষ্ঠা করেছিলেন রাজা কৃষ্ণচন্দ্র রায় । মন্দিরের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বসেছিল মেলা । এই মেলার বৈশিষ্ট্য মাইলোর খৈই । মূলত যারা একাদশী করেন অর্থাৎ বেশির ভাগই বৃদ্ধ-বৃদ্ধারা তারা শিবলিঙ্গের মাথায় জল দিয়ে তারপর জল পান করেন । এই মেলায় যারা আসেন তারা প্রত্যেকেই মাইলোর খৈই নিয়ে যায় । এই মেলা শুরু হয় ভৈমী একাদশী তিথিতে । চলে শিবরাত্রি পর্যন্ত । সকাল থেকেই শিব মন্দিরে পুজো দিতে ভক্তের ঢল । বিশেষ পূজা রাজা কৃষ্ণচন্দ্রের নামেই উৎসর্গ করা হয় । মন্দিরের পুরোহিত স্বপন ভট্টাচার্য বলেন ভৈমী একাদশীতে শিব মন্দিরে জল ঢালার পর রাম সীতা মন্দিরে সিঁদুর ও আলতা দিয়ে ভোগ দেন ।

Leave a Reply