সমাজ এবং পরিবেশ ফেরাতে উদ্যোগী ভোরের বন্ধুরা

Social

মলয় দে, নদীয়া :- নদীয়ার হবিবপুর এলাকার অনেকেই শরীর সুস্থ রাখতে সকালে এসে পৌঁছান ছাতিমতলায় আর সেখানেই শরীরচর্চার মাঝে একে অপরের ভাববিনিময়! গড়ে ওঠে প্রগাঢ় বন্ধুত্ব! শরীরের সুস্থতার সাথে মনেরও বিকাশ ঘটে , তাই প্রত্যেকের শুভ উদ্যোগে এবং যৌথ প্রয়াসে শনিবার গুরুত্বপূর্ণ মে দিবসের স্মরণে সামাজিক দুরত্ব বজায় রেখে মাস্ক পরে সকাল ৬ টা থেকে ৮ পর্যন্ত হবিবপুর ছাতিমতলা ময়দানে করোনা নিয়ে চলে সচেতনতা শিবির।

আগামীতে প্রকৃতির অক্সিজেন ভাণ্ডার পূরণের উদ্দেশ্যে কিছু চারাগাছও বিতরণ করা হয় সকলের মধ্যে। ছাতিমতলা ময়দানে প্রাত ভ্রমন কারীরা বাদেও উপস্থিত ছিলেন পথচলতি সাধারণ মানুষও। প্রায় ২০০ জন প্রত্যেককে একটি করে চারাগাছ ও মাস্ক তুলে দেওয়া হয়, স্যানিটাইজার হাতে দিয়ে প্রত্যেকের সু-অভ্যাস গড়ে তোলার আবেদন জানানো হয়।

Leave a Reply