পূর্বঘোষিত আবহাওয়া দপ্তরের নির্দেশ হতে পারে বৃষ্টি ,মাঠে ধান গুছাতে ব্যস্ত চাষীরা

Social

মলয় দে, নদীয়া:- আবহাওয়া দপ্তর পূর্ব ঘোষিত নির্দেশ অনুযায়ী আজ ২ তারিখ থেকে আগামী ৬ তারিখ পর্যন্ত ঝড় জল হওয়ার সম্ভাবনা র কথা মাথায় রেখে বোরো ধান গোছাতে ব্যস্ত অনেকেই! তবে ধান পাকতে দু একদিন বাকি থাকলে, তাদের দুর্ভোগের শেষ নেই! তাই অনেকেই একটু আগে থেকেই ধান কেটে মাঠে গাদা দিচ্ছেন। অনেকে বাড়িতে নিয়ে আসছেন, গবাদিপশুর খাদ্য বিচুলির যোগান ফুরানোর কারণে। যদিও কোন কোন ধান চাষি মনে করেন বৃষ্টি হলে ফলন ভালো হবে তবে বেশিরভাগ চাষী মনে করেন নানাবিধ রোগ লেগে যেতে পারে বৃষ্টি হলে। তবে মাঠ ভর্তি ধান যে বিরাট ক্ষতি হবে এ ব্যাপারে কোনো দ্বিমত নেই।

নদীয়ার কৃষ্ণনগরের ভুত পাড়ার মাঠে দেখা গেল চাষীরা কেউ ধানের আঁটি বাঁধছেন কেউবা গোছাচ্ছেন আবার কারও কারও ধান গরুর গাড়িতে করে যাচ্ছে বাড়ির পথে।

Leave a Reply