নদীয়ায় পুকুর কাটতে গিয়ে আনুমানিক কুড়ি কোটি কোটি টাকা মূল্যের ৯০০ বছরের প্রাচীন বিষ্ণু মূর্তি উদ্ধার

Social

মলয় দে নদীয়া :-পুকুর থেকে উদ্ধার হওয়া ৯০০ বছরের প্রাচীন দুষ্প্রাপ্য কোষ্ঠী পাথরের তিনটি বিষ্ণু মূর্তি রবিবার কলকাতা নিয়ে গেল জিওলজিক্যাল সার্ভ এর কর্মীরা। সূত্রের খবর, গত ১৪ই মার্চ নাকাশিপাড়া থানার গাছা বেজ পাড়া এলাকায় পুকুর খনন করার সময় মাটির নিচ থেকে তিনটি পাথরের প্রাচীন বিষ্ণু মুর্তী উদ্ধার হয়। পরে মূর্তি গুলি উদ্ধার করে নাকাশিপাড়া থানায় নিয়ে আসে পুলিশ কর্মীরা।

প্রশাসনিক সূত্রে খবর, পাল রাজত্বের সময় কালের বহু প্রাচীন ওই মূর্তি গুলির বাজার মূল্য প্রায় ২০ কোটি টাকারও বেশী। আর রবিবার জিওলজিক্যাল সার্ভের এক প্রতিনিধি নাকাশিপাড়া থানায় এসে সেই মূর্তি গুলি পরীক্ষা করেন। পরীক্ষা শেষে মূর্তি তিনটি কলকাতায় নিয়ে যাওয়া হয়েছে। উদ্ধার হওয়া সরকারের পক্ষ মূর্তি সংরক্ষণ করা হবে বলেও জানানো হয়েছে।

Leave a Reply