মলয় দে,নদীয়া : প্রচণ্ড গরমে শরবতে পাতিলেবু ব্যবহৃত হওয়ার পর ফলে প্রতিবছরই এসময় লেবুর দাম বাড়ে ! তা বলে জোড়া ১২-১৫ টাকা ? সাধারণ মানুষের হাতের নাগালের বাইরে চলে গেছে পাতি লেবু। লেবু আর এখন পাতি নয়! করোনা থেকে বাঁচতে ডাক্তারবাবুদের পরামর্শমতো শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাধারণ মানুষ আনাজ এর বাজার থেকে ঔষধ হিসাবেই লেবু কিনছেন !এর ফলে অনেকেই নতুন করে পাতিলেবু খাওয়া শুরু করেছেন । ফলে আচমকাই ভিটামিন সি এর চাহিদা মেটাতে পাতিলেবুর কদর বেড়েছে।
আগে যে পাতিলেবু প্রতি পিস এক দু টাকা করে পাওয়া যেত বর্তমানে সেই পাতিলেবু জোড়া ১২ থেকে ১৫ টাকা বিকোচ্ছে। বাজারে পাতিলেবুর যোগান কম থাকার কারণেও দাম কিছুটা বেড়েছে বলে বিক্রেতাদের অভিমত। তবে পাতিলেবুর দাম বাড়ার অন্যতম কারণ যে করোনা তা বলাই বাহুল্য।
কৃষ্ণনগরের নতুন বাজারে বাজার করছিলেন গনেশ সাহা তিনি বলেন “লেবুর দাম ১০ থেকে ১৫টাকা জোড়া ভাবাই যায় না। তবুও খেতে হবে তাই নিলাম ৩টে ১৫টাকা দিয়ে।করোনা কালে বেঁচে থাকাই মুশকিল”।