নিউজ সোশ্যাল বার্তা : নেহরু যুব কেন্দ্র, নদীয়া -র উদ্যোগে সেচ্ছাসেবী সংগঠন ফিডব্যাক পল্লী উন্নয়ন সংস্হার সহযোগীতায় গত ২৬শে জানুয়ারী কৃষ্ণনগর ১নং ব্লকের দোগাছি গ্রাম পঞ্চায়েতের যাত্রাপুরের বেড়াবেড়িয়া ভূতপাড়া প্রাথমিক বিদ্যালয়ের অডিটোরিয়ম হলে অনুষ্ঠিত হল স্থানীয় যুব সংসদ ।
যাত্রাপুর এলাকার বিভিন্ন ইয়ুথ ক্লাব ও স্বনির্ভর গোষ্ঠির প্রায় ৯০ জন যুবক যুবতী এই অনুষ্ঠানে অংশগ্রহন করে। এই অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্হিত ছিলেন বগুলা শ্রীকৃষ্ণ কলেজের অধ্যাপক ড. দেবত্র কুমার দে এবং মধু বিশেষজ্ঞ স্বর্ণেন্দু সরকার এবং নেহরু যুব কেন্দ্র,নদীয়া ইউনিটের মিঠুন সরকার।
ড. দেবত্র কুমার দে মহাশয় যুব সংসদ এবং বর্তমান সমস্যা নিয়ে এক মনোজ্ঞ আলোচনা করেন। অন্যদিকে স্বর্ণেন্দু সরকার দেশের খাবার ও বর্তমান সময়ের সমস্যা এবং রাষ্ট্রের তথা নাগরিক ও সাংসদদের করনীয় কার্যাবলী নিয়ে আলোচনা করেন। সকাল ১১ টায় অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানের প্রথম পর্ব শেষ হয় দুপুর ১.৩০ টায়।
মধ্যাণ্যভোজ শেষে দুপুর ২.৩০ টায় অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব শুরু হয়। আলোচনা শেষ হয় বিকাল ৩.৩০ টায়। অতপর ফিডব্যাক পল্লী উন্নয়ন সংস্হার সম্পাদক তাপস বিশ্বাসের সমাপনী ভাষনের মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্ত হয়।